1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

খবরের শিরোনামে উত্তরপ্রদেশ! ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশ আধিকারিকের লালসার শিকার নাবালিকা

আত্রেয়ী সেন

মে ৪, ২০২২, ১২:২৩ পিএম

খবরের শিরোনামে উত্তরপ্রদেশ! ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশ আধিকারিকের লালসার শিকার নাবালিকা / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কার উপর ভরসা করবে মানুষ? সঠিক বিচারের আশায় কার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করবে দেশের মানুষ? যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায়। গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়েছিল ১৩ বছরের নাবালিকা। অভিযোগ, সেখানে ফের তাকে ধর্ষণ করে এক পুলিশ আধিকারিক। এমনই পাশবিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।

জানা গিয়েছে, ২২ এপ্রিল চারজন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে। কোনও কিছুর প্রলোভন দেখিয়ে গত ২২ এপ্রিল ওই নির্যাতিতা নাবালিকাকে ভোপালে নিয়ে যায় চার অভিযুক্ত। সেখানেই চারদিন ধরে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। এরপরে উত্তরপ্রদেশের ললিতপুরের গ্রামে এনে কিশোরীকে ফেলে যায় অভিযুক্তরা।

এরপর এক আত্মীয়াকে নিয়ে থানায় গণধর্ষণের সেই ঘটনার অভিযোগ জানাতে যায় ওই নাবালিকা। পরের দিন জবানবন্দি নেওয়ার নাম করে ওই কিশোরীকে থানায় ডেকে পাঠায় অভিযুক্ত পুলিশ আধিকারিক। থানার ভিতরেই একটি ঘরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার সময় থানায় উপস্থিত ছিল ওই নির্যাতিতা নাবালিকার আত্মীয়াও। জানা গিয়েছে, এফআইআর-এ অভিযুক্ত পুলিশ আধিকারিকের পাশাপাশি ওই আত্মীয়ার নামও আছে। 

এদিকে, অভিযুক্ত স্টেশন হাউস অফিসার তিলকধারী সরোজ ঘটনার পর থেকেই পলাতক। তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে অভিযুক্ত পুলিশ আধিকারিকের খোঁজে পুলিশের তিনটি দল তল্লাশি শুরু করেছে।  

ললিতপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ ছাড়াও অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করাও হয়েছে। ললিতপুরের পুলিশ সুপার নিখিল পাঠক জানিয়েছেন, একটি এনজিও ওই নির্যাতিতা নাবালিকাকে তাঁর অফিসে নিয়ে আসে৷ এর পরই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷ ওই এনজিওতেই আপাতত রয়েছে ওই নাবালিকা। অন্যদিকে, গণধর্ষণে অভিযুক্ত চারজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন