1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘গোটা বিশ্বকে খাদ্য সরবরাহ করতে প্রস্তুত ভারত’! কীসের প্রেক্ষিতে একথা বললেন মোদী?

আত্রেয়ী সেন

এপ্রিল ১৩, ২০২২, ১২:২৩ পিএম

‘গোটা বিশ্বকে খাদ্য সরবরাহ করতে প্রস্তুত ভারত’! কীসের প্রেক্ষিতে একথা বললেন মোদী?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গতকাল অর্থাৎ সোমবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মঙ্গলবার এই তথ্য সামনে এসেছে যে, মার্চে মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৬.৯৫ শতাংশ। সরকারি হিসেব থেকেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি বছরের মার্চ মাসেই খাদ্যদ্রব্যের মূল্যের বিচারে মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৭.৬৮ শতাংশ।  যদি পরিসংখ্যানের কথা বলা না হলেও,নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমাগত মূল্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষের মাথায় হাত। পকেটে টান পড়ছে, যা থেকে এটা বুঝতে কোনও অসুবিধা হচ্ছে না যে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, ভারত গোটা বিশ্বকে খাদ্য সরবরাহ করতে প্রস্তুত।  

মঙ্গলবার গুজরাতের শ্রী অন্নপূর্ণা ধামে হস্টেল ও এডুকেশন কমপ্লেক্সের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত গোটা বিশ্বে খাদ্যসামগ্রী পাঠাতে প্রস্তুত।’ তাঁর কথায়,  তা তখনই সম্ভব, যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুমতি দেবে।  

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন যে, ‘গোটা বিশ্ব একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম, তিনিও এই প্রসঙ্গটি তুলেছিলেন। যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুমতি দেয় তবে গোটা বিশ্বে ভারত কাল থেকেই খাদ্য সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত বিশ্বজুড়ে খাদ্য মজুতের বিষয়ে।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী দেশের কৃষকদের প্রসঙ্গের অবতারণা করে এও বলেন, ‘ভারতে ইতিমধ্যেই দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে তবে আমাদের কৃষকরা বিশ্বকে খাওয়ানোর ব্যবস্থা করেছে বলে মনে হচ্ছে। যাইহোক, আমাদের বিশ্বের আইন অনুযায়ী কাজ করতে হবে, তাই আমি জানি না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কখন অনুমতি দেবে এবং আমরা বিশ্বকে খাদ্য সরবরাহ করতে পারব।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন