1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘নারীর গৌরব বাড়লে তবেই দেশ এগিয়ে যাবে’, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

আত্রেয়ী সেন

আগস্ট ১৫, ২০২২, ১১:২২ এএম

‘নারীর গৌরব বাড়লে তবেই দেশ এগিয়ে যাবে’, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ স্বাধীনতার ৭৫ বছর। দেশব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে মহাসাড়ম্বরে। আজ সকাল সকাল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে টুইট করে তিনি লিখেছেন, ‘সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’ এদিন এরপর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তারপরে সেখান থেকেই সোজা চলে যান লালকেল্লায়।

স্বাধীনতার ৭৫ তম বর্ষে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নারী শক্তির জয়গান গাইলেন। লালকেল্লায় ভাষণে নরেন্দ্র মোদী বলেন, “আগামী ২৫ বছর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ২০৪৭ স্বাধীনতার শতবর্ষে বলিদানকারীদের স্বপ্নপূরণ করতে হবে। আমাদের ‘পঞ্চপণ’ নিতে হবে।” এরই মাঝে তিনি বলেন, ‘কোনও না কোনও কারণে আমাদের আচরণের মধ্যে বিকৃতি এসেছে। আমরা নারীকে অপমান করছি। আমাদের এই খারাপ স্বভাব ত্য়াগ করার শপথ কি নিতে পারি না আমরা? আমাদের নারীকে অপমান না করার প্রতিজ্ঞা নিতে হবে। নারীর গৌরব বাড়লে তবেই দেশ এগিয়ে যাবে।’  

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের অগ্রগতির জন্য মহিলাদের সম্মান দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের নারীশক্তিকে সম্মান জানানো ও সমর্থন করা অত্যন্ত জরুরি।” এর পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মহিলাদের শক্তি ও ক্ষমতার কথা যখনই মনে করা হয়, তখন প্রত্যেক ভারতীয়ই গর্ববোধ করেন। সে রানি লক্ষ্মীবাইই হোক বা ঝালকারি বাই, চেন্নাম্মা, বেগম হজরত, সকলেই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন।’

‘আমাদের দেশের বৈচিত্রকে উদযাপন করা উচিত। বাড়িতেও একতা বীজ বপন হয়, যখন বাড়ির ছেলে ও মেয়েদের সমান অধিকার, সম্মান দেওয়া হয়। যদি তা না হয়, তবে কখনওই একতা তৈরি হতে পারে না। একতার অন্যতম মানদণ্ড হল লিঙ্গ নিরপেক্ষতা।’

স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন ভারত নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আগামী ২৫ বছরের সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, আগামী এই ২৫ বছরে এই লক্ষ্য অর্জনে দেশের মহিলারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তা আগামী ২৫ বছরের মধ্যে পূরণ করার ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আমরা মহিলাদের তুলে ধরি, তাদের ক্ষমতায়নে সাহায্য করি, তবে আরও কম সময়েই লক্ষ্য অর্জন করা যাবে।’

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সমাজের প্রতিটি ক্ষেত্রেই আমাদের দেশের নারীশক্তি প্রতিনিধিত্ব করছে। আমরা নিজেদের মেয়েদের যত সুযোগ দেব, ততই তাঁরা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন