1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘অভিজ্ঞতার আলাদা গুরুত্ব রয়েছে’! ৭২ জন সাংসদকে বিদায় জানিয়েও ফিরে আসার বার্তা মোদীর

আত্রেয়ী সেন

মার্চ ৩১, ২০২২, ০৪:৩৬ পিএম

‘অভিজ্ঞতার আলাদা গুরুত্ব রয়েছে’! ৭২ জন সাংসদকে বিদায় জানিয়েও ফিরে আসার বার্তা মোদীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাজেট অধিবেশনের মাঝে রাজ্যসভা থেকে অবসরগ্রহণ করলেন ৭২ জন সাংসদ। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে তাঁদের বিদায়ী সম্ভাষণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতার আলাদা গুরুত্ব রয়েছে। যেকোনো সমস্যার সহজ সমাধান দেওয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতাকেই কাজে আসে। অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বেই ভুল যথাসম্ভব এড়িয়ে যাওয়া সম্ভব। অভিজ্ঞ সহকর্মীরা রাজ্যসভা থেকে চলে যাওয়ায়, শুধু সংসদই নয়, গোটা দেশই অপূরণীয় ক্ষতির সম্মুখীন।’

রাজ্যসভা থেকে এই সাংসদদের অবসর গ্রহণ নিয়ে আগেই অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া ছিল। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণের পর সকল সাংসদদের সঙ্গে ছবি তোলা হয়। আবার রাতে সাংসদদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বাড়িতে এই নৈশভোজের আয়োজন হয়েছে। সেখানেই সাংসদদের হাতে স্মারক প্রদান করা হবে। উল্লেখ্য, এই ৭২ জন সাংসদদের মধ্যে ১৯ জন আগেই অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু সেই সময় তাঁরা স্মারক গ্রহণ করতে পারেননি। 

অবসর গ্রহণকারী সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যসভার সদস্যদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন। কখনও কখনও শিক্ষাগত যোগ্যতার থেকে অনেক বেশি শক্তিশালী হয় অভিজ্ঞতা।’ তাঁদের সংসদে ফেরত আসার আহ্বানও জানান প্রধান। পাশাপাশি রাজ্যসভার সদস্য থাকাকালীন তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাও যেন দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দেন, এই অনুরোধও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় সংসদে কাটাই। এই সংসদ ভবন আমাদের জীবনে বিশেষ অবদান রেখেছে, যতটা না আমরা সংসদে অবদান রেখেছি। সংসদে কাজ করার সময়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দেওয়া উচিত।’

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন