বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েকদিন দু’চোখের পাতা এক করতে পারছিলেন না। কখন হামলা করবে রাশিয়া? আক্রমণের পরেই বা কী হতে চলেছে ইউক্রেনে? এসব ভেবেই দুশ্চিন্তার কালো মেঘ ছেয়ে গিয়েছিল। এবার তা কাটল। মঙ্গলবার রাতে বিমানের চাকা দেশের মাটি ছুঁতেই যেন প্রাণ ফিরে পেলেন ইউক্রেনে থাকা ভারতীয়রা। পাইলট বিমানের অবতরণ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হাততালি, চিৎকারে ফেটে পড়ল বোয়িং ৭৮৭ বিমান। ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টাই সেখানকার ভারতীয়দের উদ্ধার করতে বিশেষ বিমান পাঠানো হয়েছিল।
মঙ্গলবার সন্ধে ৬ তা নাগাদ ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় ২৪০ জন ভারতিয়কে নিয়ে বোয়িং ৭৮৭ বিশেষ বিমান নয়া দিল্লির উদ্দেশে রওনা দেয়। এরপর রাতের দিকে তা দেশের মাটি ছোঁয়। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের চাকা দেশের মাটি ছুঁতেই আনন্দে-উচ্ছাসে ফেটে পড়েন যাত্রীরা। তাদের হাততালি দিতে, চিৎকার করতে শোনা যায়।
যুদ্ধ পরিস্থিতির আবহে দেশে ফিরতে পেরে তাঁরা সকলেই নিশ্চিন্ত। বিমানবন্দরে নেমে পরিবার পরিজনের সঙ্গে দেখা করে তাঁরা জানিয়েছেন ইউক্রেনের এখন কী পরিস্থিতি। হরিয়ানার এক ব্যক্তির মেয়েও গতকাল বিশেষ বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরেছে। তিনি জানিয়েছেন যে, এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেভাবে রাশিয়ার সঙ্গে বিরোধ ক্রমশ বাড়ছে তাতে তাঁরা নিজেদের মেয়েকে দেশে ফিরে আসতে বলেন।
অন্যদিকে, আরও একজন জানিয়েছেন যে, সে দেশের পরিস্থিতি আপাতত শান্তিপূর্ণ হলেও, ধীরে ধীরে উত্তেজনা বেড়েই চলেছে। তাই সুরক্ষার স্বার্থে দেশে ফেরা। তবে, এখনও কয়েক হাজার ভারতীয় সেখানে আঁতকে রয়েছেন বলেই জানা গিয়েছে। সোমবারই রাষ্ট্রপুঞ্জের বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হয় যে, সীমান্তবর্তী এলাকা সহ ইউক্রেনে প্রায় ২০, হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। আর এদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। তাঁদের সকলের সুরক্ষা এবং নিরাপত্তাই ভারতের সরকারের কাছে অগ্রাধিকার পাবে।
পাশাপাশি গত সপ্তাহেই বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ইউক্রেনের সঙ্গে এয়ার বাবল চুক্তি শিথিল করা হয়েছে। কাজেই দেশের সমস্ত উড়ান সংস্থাগুলি চাহিদা অনুযায়ী বিমানের ব্যবস্থা করতে পারে। ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দেরও চার্টার্ড বা যাত্রীবাহী সাধারণ বিমানে দ্রুত দেশে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও সেখানকার ভারতীয়দের সাহায্যের জন্য বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
কিন্তু ভিস্তারার মতো একাধিক উড়ান সংস্থা মঙ্গলবারই জানিয়েছে যে, আপাতত তাদের ইউক্রেনের সঙ্গে বিমান চলাচল করার কোনও পরিকল্পনা বা ভাবনা-চিন্তা নেই। অল্প সংখ্যক বিমান এবং একাধিক বিধিনিষেধের কারণেই তাদের পক্ষে বিমান চলাচল শুরু করা যাচ্ছে না বলেও জানানো হয়েছে।
- TAGS
- india
- ukraine
- passengers cheer