বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। গতকালই ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে রুশ সেনা। ক্রমাগত হামলা হয়েই চলেছে কিয়েভ এবং খারকিভের উপর। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ইতিমধ্যেই চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনা। পাশাপাশি খারকিভের উপরও লাগাতার বোমা বর্ষণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বুখারেস্ট থেকে ভারতীয় পড়ুয়াদের নিয়ে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে এসে পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার চতুর্থ c-17।
এদিন সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ ১৮০ জন যাত্রীকে নিয়ে ভারতের মাটি ছোঁয় বায়ুসেনার বিমান। এই ১৮০ জন যাত্রীর মধ্যে বেশিরভাগই ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে এয়ারলিফট অপারেশন চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।
এখনও পর্যন্ত মোট ৭৯৮ জন ভারতীয়কে হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদিন ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয়দের স্বাগত জানাতে টারম্যাকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট। তিনি প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায়, ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয়দের প্রতিবেশী দেশগুলির মধ্যে দিয়ে উদ্ধার করা হচ্ছে। জানা গিয়েছে, আজ বায়ুসেনার আরও ৩ টি বিমানের মাধ্যমে পড়শি দেশগুলি থেকে ভারতীয়দের নিয়ে ফেরার কথা।
সাম্প্রতিককালে আফগানিস্তানে তালিবান আক্রমণের সময়ও একইভাবে এয়ারলিফট করে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসে ভারতীয় বায়ুসেনার এই c-17। এখানেই শেষ নয়। ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বিশাল সংখ্যায় অক্সিজেন কেন্টইনার বহনের জন্যও এই c-17 বিমান বড় ভূমিকা পালন করেছিল।