1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বদলে যেতে চলেছে পরিবহনের ভাষা! ঘণ্টায় ১৮০ কিমি গতিতে দেশে ছুটবে এই নতুন ট্রেন

আত্রেয়ী সেন

মে ৮, ২০২২, ১২:৩৪ পিএম

বদলে যেতে চলেছে পরিবহনের ভাষা! ঘণ্টায় ১৮০ কিমি গতিতে দেশে ছুটবে এই নতুন ট্রেন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বদলাতে চলেছে পরিবহনের ভাষা। এবার দেশে রিজিওনাল র্যা পিড ট্রান্সিট সিস্টেমের অন্তর্গত ব্যবহার হওয়া প্রথম ট্রেন যাত্রা করার জন্য সম্পূর্ণ তৈরি। এটি বিশেষ ধরনের ট্রেন। এই ট্রেন নির্মাণ করেছে এল্সটম ইন্ডিয়া। 

শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে গুজরাটে অবস্থিত প্লান্টে ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দেওয়া হয়েছে এই ট্রেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা। এটি অত্যন্ত দ্রুত গতির ট্রেন। এই ট্রেন শুরুতে দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরটিএস করিডরে চলবে৷

এননসিআরটিসি আধিকারিকদের মতে, এটা এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি গতিবেগ সম্পন্ন ট্রেন। এই ট্রেনের গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে। অপারেটিং স্পিড হবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা, গড় গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা হবে৷ ট্রেন সেটটি উত্তরপ্রদেশের দুহাই ডিপোতে আনা হবে এবং সেখান থেকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা হবে। 

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে বেশ কিছু আধুনিক কমিউটার-কেন্দ্রিক বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে কুশনযুক্ত আসন, ল্যাপটপ-মোবাইল চার্জিং, লাগেজ র্যাক এবং গতিশীল রুট-ম্যাপ। তবে, এখনও এর ভাড়া কত হবে, তা এখনও কিছুই নির্দিষ্ট হয়নি। কিন্তু জানা গিয়েছে, এই ট্রেনের ভাড়া যাত্রীদের পকেটের দিকে নজর রেখে, এবং কর আদায়ের কথা মাথায় রেখে ধার্য করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন