‘দেশের আর্থিক উন্নতির লক্ষ্য পূরণে ব্যর্থ মোদী, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা’! টুইটে দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বরাবরই স্পষ্ট কথা বলেন। ঠোঁটকাটা বলেও পরিচিত রাজনৈতিক মহলে। এমনকি সমালোচনা করতে নিজের দলের লোকেদেরও রেয়াত করেন না। সে যেই হন না কেন। এমনটাই তিনি।
এবার নিজের দলের কেউ নয়, খোদ দেশের প্রধানমন্ত্রীকেই নিশানা করলেন রাজ্যসভার বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, দেশের অর্থনীতি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা সব ক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই মন্তব্য করেছেন বিজেপির এই সাংসদ।
মঙ্গলবার অর্থাৎ আজ একটি টুইট করেন বিজেপির এই সাংসদ। তিনি টুইটে লিখেছেন, ‘গত ৮ বছরে আমরা দেখেছি যে, মোদী আর্থিক উন্নতির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন। বিপরীতে ২০১৬ সাল থেকে দেশের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ কমেছে। মোদীর আমলে দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়েছে। চিনের বিরুদ্ধে কী করা উচিত তা জানেনই না মোদী। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুয়োগ রয়েছে। কিন্তু উনি জানেন না কীভাবে তা হবে?’
বিজেপি সাংসদের ওই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নেটিজেনরাও। কেউ উল্টে প্রশ্ন করেছেন, ‘এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা কী, আপনি কী বলছেন?’ এই প্রশ্নের জবাবে তিনি আবার বলেছেন, ‘প্রাচীন ঋষিরা তাদেরই জ্ঞাণ বিতরণ করতেন যাদের তা গ্রহণ করার মতো শ্রদ্ধা থাকত।’ আবার কেউ কেউ তো এও বলছেন যে, দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর থেকে যোগ্য কেউ নেই। এই দাবিও উড়িয়ে দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।