সরকারি কাজে হিন্দি ব্যবহার করতে হবে। সম্প্রতি এমনই প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। এবার সেই মতোই এক অভিনব উদ্যোগ নেওয়া হলো। হিন্দিতে পড়ানো হবে ডাক্তারি। মধ্যপ্রদেশের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন্য এই হিন্দি ভাষায় লেখা বই প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সমসাময়িককালে বারবার সরকারি কাজ ও যোগাযোগের মাধ্যম হিসেবে হিন্দুর ব্যবহার বাড়ানোর পক্ষে জোর দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সওয়াল করার পর বিতর্ক শুরু হয়েছিল। বিজেপি সরকারের নিন্দেেও করেছিল বিরোধীরা। কিন্তু তারপরেও হিন্দি ভাষায় ডাক্তারি বই প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই বই প্রকাশ করার কথা ঘোষণা করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, "এই সিদ্ধান্তের ফলে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। হিন্দিতে ডাক্তারি কিংবা ইংরেজি পড়া সম্ভব নয়, এই ধারণা সম্পূর্ণ বদলে যাবে। হিন্দি মাধ্যমে শিক্ষা লাভ করেও জীবনে এগিয়ে যাওয়া যায় তারই প্রমাণ এই পদক্ষেপ"।
জানা গিয়েছে আগামী 16 ই অক্টোবর রবিবার এই বইটি প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুধু ডাক্তারের ক্ষেত্রেই হিন্দিতে বই প্রকাশ করে থামছে না সরকার। জানা গিয়েছে ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কারিগরি শিক্ষার বইও হিন্দিতে লেখা হচ্ছে সেগুলিও খুব দ্রুতই প্রকাশ করা হবে।
- TAGS
- ডাক্তারি
- অমিত শাহ
- মধ্যপ্রদেশ