1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বারাণসীতে মমতাকে কালো পতাকা বিজেপির! ‘ব্যবহারই বলে দিচ্ছে, আপনারা হারছেন’, পাল্টা জবাব নেত্রীর

আত্রেয়ী সেন

মার্চ ২, ২০২২, ০৯:২৪ পিএম

বারাণসীতে মমতাকে কালো পতাকা বিজেপির! ‘ব্যবহারই বলে দিচ্ছে, আপনারা হারছেন’, পাল্টা জবাব নেত্রীর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে শেষ দু’দফার ভোটের আগে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যেই এদিন কলকাতা থেকে মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে পা রাখতেই, বিমানবন্দরের বাইরে তাঁকে কালো পতাকা দেখায় বিজেপি। এদিন বিমানবন্দরে পৌঁছেই বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ঘিরে কালো পতাকা দেখালেন বিজেপির কর্মীরা। বাংলার মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোকে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে। তবে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলে, মুখ্যমন্ত্রীও পাল্টা জবাব দেন। মুখ্যমন্ত্রীকে ‘জয় হিন্দ’ স্লোগান দিতে শোনা যায় তাঁকে। অন্যদিকে, ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তোলেন অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকেরাও। সেই সময় বিক্ষোভকারীদের উদ্দশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এইভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’

এদিন বিজেপির সমর্থকদের বিক্ষোভে বিন্দুমাত্র দমেননি তৃণমূল নেত্রী। বরং উল্টে বিক্ষোভকারীদের তিনি সভায় আমন্ত্রণ জানান। তৃণমূল সুপ্রিমো এদিন বিজেপির বিক্ষভকারিদের উদ্দশে বলেন যে, ‘আপনাদের ব্যবহারই বলে দিচ্ছে, আপনারা হারছেন। কাল আমাদের সভায় আসুন।’

এদিন বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তিনি বলেন যে, ‘বিজেপির হার নিশ্চিত। কারণ দিদি এবং ভাই একসঙ্গে লড়াই করছে। বিজেপি বাংলায় হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি। পরিস্থিতি প্রতিকূল বুঝেই বারাণসীতে মমতাদিদিকে কালো পতাকা দেখানো হয়েছে। এটা বিজেপির হতাশারই প্রকাশ। কারণ ওরাও জানে যে, ওরা এবার হারছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ৫ দফার নির্বাচন শেষ হয়েছে। শোনা যাচ্ছে, বিজেপি ৫ দফার ভোটের শেষে যথেষ্ট চাপে। তাই এবার প্রধানমন্ত্রীর গড় বারাণসীতে ঘুরে দাঁড়াতে চাইছে। শোনা গিয়েছে আগামী তিনদিন এখানেই থাকবেন প্রধানমন্ত্রী। এদিকে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতা আসায় বিজেপির কাজ আরও কঠিন হয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে সেই জয়ী আজ বাংলার মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন