বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মহাশিবরাত্রির দিন ঝাড়খণ্ডের দেওঘরের বিখ্যাত ‘বাবাধাম’ মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। অসংখ্য মানুষের জমায়েত হয়েছিল আজ মন্দিরে। এদিকে, ভিড়ের চোটে পদপৃষ্ট হয়ে গেলেন ভক্তরা। এই দুর্ঘটনার জেরে অনেকেই আহত হয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মহাশিবরাত্রি উপলক্ষে এদিন সকাল থেকেই ছিল দেওঘরের এই বিখ্যাত মন্দিরে মানুষের ভিড়। প্রায় শতাধিক ভক্তের আগমন হয়। এদিকে, হঠাৎই ভিড়ের চোটে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড় এতোটাই বেশি ছিল যে, ভিড় নিয়ন্ত্রণ করতে একসময় মন্দির কর্তৃপক্ষ ভক্তদের উপর লাঠি চার্জও করে। এতে ভিড় নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি আরও বেড়ে যায়। এরপর চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটে যায় দুর্ঘটনা।
হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে জখম হন বহু ভক্ত। তবে, স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি সামলান। দক্ষ হাতে ঘটনার মোকাবিলা করে। ফলে কোনও বড় ধরনের কিছু ঘটেনি। এড়ানো সম্ভব হয়েছে অপ্রীতিকর ঘটনা। তা না হলে, আরও বড়ও বিপদ ঘটে যেতে পার্ট বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরই মন্দির চত্বরে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।