বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ তিন রাজ্যে ভাগ্য নির্ধারণের পরীক্ষা। একদিকে যেমন দেশের বৃহত্তম রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে, তেমনই উত্তরাখণ্ড ও গোয়াতেও রয়েছে বিধানসভা নির্বাচন। গত ৫ বছরে শাসকদল কতোটা কাজ করেছে মানুষের জন্য, কতোটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, সেসবি আজ স্থির হয়ে যাবে এই ভোটের মাধ্যমে।
এদিকে, আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিন রাজ্যের মানুষকে এগিয়ে এসে ভোটদানের আবেদন জানিয়েছেন। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন তিনি লেখেন, ‘আজ উত্তরাখণ্ড, গোয়া এবং উত্তরপ্রদেশের কিছু অংশে নির্বাচন হবে, ভোটারদের প্রতি আমার আবেদন, আপনারা সকলে এগিয়ে এসে রেকর্ড সংখ্যক ভোট দিন এবং গণতন্ত্রের এই উৎসবকে শক্তিশালী করুন।’
উল্লেখ্য, আজ গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এই তিন রাজ্যেরি শাসঙ্কখমতায় রয়েছে বিজেপি। এই তিন রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে, সাতটি দফায় ৪০৩টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দ্বিতীয় দফার ভোট হচ্ছে। এর আগে ১০ ফেব্রুয়ারি ছিল দ্বিতীয় দফার ভোট।
অন্যদিকে, গোয়া এবং উত্তরাখণ্ডে বিধানসভা ভোট এক দফাতেই শেষ হবে। গোয়ায় আসন সংখ্যা ৪০ এবং উত্তরাখণ্ডের আসন সংখ্যা ৭০টি। আজ উত্তরপ্রদেশের ৫৫ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।