বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ লাগাতার ভারী থেকে অতি ভারী হয়ে চলেছে মেঘালয়ে। এর জেরে সেখানকার বিভিন্ন এলাকায় ধস নেমেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মেঘালয়ের লুমসনং পুলিশ স্টেশনের অধীন ৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস নেমেছে। এর জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। এই মুহূর্তে ওই রাস্তায় জনসাধারণকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মেঘালয়ের লুমসনং পুলিশ স্টেশনের অধীন ৬ নম্বর জাতীয় সড়কের ধসের একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা ভেদ করে মাটিতে ঢুকে গিয়েছে একটি ট্রাক। সেই ঘটনার পর, ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করতে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘রাস্তা ফাঁকা করার চেষ্টা চালানো হচ্ছে এবং আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হচ্ছে।’
পাশাপাশি আরও জানানো হয়েছে, এই ধসে ৬ নম্বর জাতীয় সড়কে ধসের জেরে যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। যাতায়াতের জন্য ওই রাস্তা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে কৰ্তৃপক্ষের পক্ষ থেকে। উল্লেখ্য, এই ৬ নম্বর জাতীয় সড়ক অসম, মিজোরম, ত্রিপুরা ও মণিপুরের বেশ কিছু অংশকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে।
প্রসঙ্গত, কেন্দ্রের হাওয়া অফিসের পক্ষ থেকে মেঘালয়ে আগামী ১৯ জুন পর্যন্ত ভারী বৃষ্টির কথা বলে হয়েছে, পাশাপাশি লাল সতর্কতা জারি করা হয়েছে। মেঘালয়ে বন্যার কারণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গত ২৭ বছরে মেঘালয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।