বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, কিডনি এবং হার্টের সমস্যায় ভুগছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। সেই কারণেই উন্নত চিকিৎসা পরিষেবা দিতে, তাঁকে নিয়ে যাওয়া হতে পারে সিঙ্গাপুরে। এমনটাই জানিয়েছে, বিহারের বিধানসভার বিরোধী দলনেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব।
জানা গিয়েছে, এর মধ্যেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, ফোনে লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
উল্লেখ্য, গত ৪ জুলাই নিজের বাড়িতে পরে গিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ। এরপর তাঁকে সাততাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় পাটনার পারস হাসপাতালে। সেখানে পরীক্ষা করে দেখা যায় যে, বর্ষীয়ান এই নেতার ডান কাঁধের হাড়ে চিড় ধরেছে। বর্তমানে হাসপাতালেই তিনি চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বেশ কয়েক বছর আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব কিডনি এবং হার্টের সমস্যা দেখা দিয়েছিল। গত কয়েকদিন ধরে নতুন করে সেই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই কারণেই এবার তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। এমনটাই জানা গিয়েছে। বুধবারই তেমনটাই জানিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। এদিন হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই প্রসঙ্গে বলেন, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু নতুন করে কিডনি এবং হার্টের সমস্যা দেখা দিয়েছে।
এর আগে চিকিৎসার জন্য বেশ কিছুদিন দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ। এইমসের চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তেজস্বী যাদব। এদিকে, লালুপ্রসাদ যাদবকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি আরজেডি নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত যেকোনো ব্যাপারে তিনি সাহায্য করতে প্রস্তুত বলেই জানিয়েছেন। অন্যদিকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই ব্যাপারে তেজস্বী যাদবকে তিনি ফোন করেন বলে জানা গিয়েছে। আরজেডি মুখপাত্র চিত্তরঞ্জন গগন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধের দিকে লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার খোঁজ নিতে লালুপুত্র তেজস্বীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।