1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক! এবার গুলিবিদ্ধ বাঙালি যুবক

আত্রেয়ী সেন

সেপ্টেম্বর ২, ২০২২, ০৩:৩৫ পিএম

উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক! এবার গুলিবিদ্ধ বাঙালি যুবক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ উপত্যকায় ফের জঙ্গি হামলা। এবারও জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক। শুক্রবার সকালে কাশ্মীরের পুলওয়ামায় এক বাঙালি শ্রমিকের উপর হামলা চালাল জঙ্গিরা। জানা গিয়েছে, ওই শ্রমিকের দুটি গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইট করে এই ঘটনার খবর প্রকাশ্যে আনা হয়েছে। আহত শ্রমিক বাংলার বাসিন্দা। বাড়ি উত্তর দিনাজপুরে। এই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। এদিকে, এই খবর পাওয়ার পর থেকেই উদ্বেগে ওই শ্রমিকের পরিবার।

জানা গিয়েছে, উপত্যকায় জঙ্গিদের গুলিতে গুরুতর আহত যুবকের নাম মনিরুল ইসলাম। মনিরুল উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দীঘলগাঁওয়ের বাসিন্দা। তাঁর চার কন্যাসন্তান রয়েছে। রোজগারের আশায় কাশ্মীরে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। শ্রমিকের কাজ করতেন মনিরুল। জঙ্গিরা তাঁকেই কেন নিশানা বানাল, তা স্পষ্ট নয়।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, আজ সকালে পুলওয়ামায় মনিরুলের উপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে তাঁর শরীর ঝাঁঝরা করে দেওয়াই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। কিন্তু দুটি গুলি লাগে তাঁর শরীরে। ঘটনার পরই সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালায় জঙ্গিরা। পরে ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তাঁর অপারেশন হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর বাংলার বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীলের দিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর মাসে কাশ্মীরের কুলগামে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল ৫ বাঙালি শ্রমিকের দেহ। মুর্শিদাবাদের রগুনাথগঞ্জের বাসিন্দা ছিলেন ওই ৫ বাঙালি শ্রমিক। সেই স্মৃতিই ফিরিয়ে আনল আজকের এই ঘটনা।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন