বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি জেপি নাড্ডার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। এদিন সকালে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং ইউক্রেন আক্রমণকারী দেশ রাশিয়ার জন্য ক্রিপ্টোকারেন্সিতে অনুদান দেওয়ার জন্য একটি টুইট পোস্ট করা হয়েছিল জেপি নাড্ডার টুইটার অ্যাকাউন্ট থেকে।
সেই টুইটে লেখা হয় যে, ‘ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করা হচ্ছে। বিট কয়েন এবং ইথেরিয়াম।’ আরও একটি টুইটে লেখা হয় যে, ‘আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। সমস্ত অনুদান ইউক্রেন সরকারের কাছে যাবে।’ এর কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনীয়দের জন্য করা টুইটগুলি মুছে ফেলা হয়। কিন্তু রাশিয়ানদের জন্য অনুদান চেয়ে ফের পোস্ট করা হয়।
সেই টুইটে বলা হয় যে, ‘রাশিয়ার জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করছি। বিটকয়েন এবং ইথেরিয়াম’। উল্লেখ্য, পরে অবশ্য সব টুইট মুছে ফেলা হয়। হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়।