1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

লক্ষ্য কি তবে ২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর আসন? কী বলছেন নীতীশ কুমার?

আত্রেয়ী সেন

আগস্ট ১২, ২০২২, ০৫:৩৯ পিএম

লক্ষ্য কি তবে ২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর আসন? কী বলছেন নীতীশ কুমার?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে এসেছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। ২০২২ সালে ২০১৫-১৭ ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটেছে বিহারে। বিহারে নয়া জোট সরকারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। 

এদিকে, বিহারে এই রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিজেপির পাশাপাশি নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হয়েছেন এই বর্ষীয়ান নেতা। কেউ কেউ তো তাঁকে ‘পাল্টিকুমার’ বলেও কটাক্ষ করতে পিছপা হননি। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন অন্যদিকে। এনডিএ জোট থেকে বেরিয়ে আসার পরেই শুরু হয়েছে জল্পনা যে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের দিকেই নজর রয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর। যদিও খোদ নীতীশ কুমার সেই জল্পনায় জল ঢেলেছেন। তিনি শুক্রবার ফের জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা এখন তাঁর মাথায় নেই। 

এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে, বিরোধী দলগুলিকে একত্রিত করার চেষ্টা করবেন বিজেপির বিরুদ্ধে। তিনি এও জানান যে, সব বিরোধী দল একজোট হলে, খুবই ভাল, মানুষের সমস্যা সমাধানে বিরোধী দলের একসঙ্গে কাজ করা উচিত। 

গত বুধবারই অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সেদিনই তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছিলেন, ‘তিনি ২০১৪ সালে জিতেছিলেন, কিন্তু ২০২৪ সালে কি পারবেন?’ এরপরই তাঁকে প্রশ্ন করেছিলেন যে, তাহলে ২০২৪ সালে তিনি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হবেন? 

এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন সেই সময় যে, ‘আমি কোনও কিছুর প্রতিদ্বন্দ্বী নই। প্রশ্ন হল যে ব্যক্তি ২০১৪ সালে জিতেছিলেন তিনি কি ২০২৪ সালে জিততে পারবেন?’ এদিন তিনি সাংবাদিকদের একই প্রশ্নের উত্তরে সেই উক্তিই ফের একবার বললেন।  

এদিন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, তিনি ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না। তিনি সাংবাদিকের প্রশ্নে স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করবেন না। তিনি এদিন হাতজোড় করে বলেন, ‘আমার এরকম চিন্তাভাবনা নেই। সবাই এমনকী আমার কাছের মানুষ যাই বলুক না কেন, আমার এইসব কিছু চিন্তাভাবনা নেই।’ তিনি জানান, সব বিরোধী দল একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলে ভাল হবে। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি যাতে একজোট হয় তা সুনিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন