1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

যুদ্ধবিরতিতে ইউক্রেন থেকে নিরাপদে বেরোতে পারেননি ভারতীয় পড়ুয়ারা! ফের সেই সুযোগের আবেদন ভারতের

আত্রেয়ী সেন

মার্চ ৬, ২০২২, ১০:৪০ এএম

যুদ্ধবিরতিতে ইউক্রেন থেকে নিরাপদে বেরোতে পারেননি ভারতীয় পড়ুয়ারা! ফের সেই সুযোগের আবেদন ভারতের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পূর্ব ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে বেরিয়ে আসার সুযোগ করে দিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। কিন্তু সেই সেটা সম্ভব হয়নি। নিরাপদে বেরিয়ে আসতে পারেননি ভারতীয়রা। সেই জন্যই সেখা আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফের একবার এই সুযোগ দেওয়ার আবেদন জানাল ভারত। 

শনিবারই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। আটকে থাকা সাধারণ নাগরিকদের নিরাপদে বেরতে সময় দেওয়া হয় রাশিয়ার পক্ষ থেকে। তাই যুদ্ধবিরতির ঘোষণা। মারিউপোল, ভলনোখোভা দিয়ে ‘হিউম্যান করিডর’ করে সাধারণ নাগরিকদের বের হওয়ার সুযোগ করে দেয় রুশ সেনা। কিন্তু সুযোগ করে দিলেও, পূর্ব ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের অনেকেই সেই রুট ধরে বেরিয়ে আসতে পারেননি। এদিকে, ইউক্রেন জানাচ্ছে, রাশিয়া মুখে সাধারণ নাগরিকদের বেরোনোর সুযোগের কথা বলে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেও, গোলাবর্ষণ অব্যাহত রেখেছিল রুশ সেনা। যার জন্যই ওই হিউম্যান করিডর দিয়ে বেরনো রীতিমতো অসম্ভব হয়ে উঠেছিল।

জানা গিয়েছে, শনিবার কিছু ভারতীয় ইউক্রেনের পশ্চিম সীমান্তের দিকে যেতে পেরেছিলেন। তবে, পূর্ব সীমান্তে কেউই যেতে পারেননি। এদিকে, ইউক্রেনে আটকে থাকা নাগরিকদের ফেরাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না কেন্দ্রের মোদী সরকার। গতকালও ইউক্রেন পরিস্থিতি নিয়ে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই মুহূর্তে সুমি এবং পিসোচিন ছাড়া ইউক্রেনে তেমন বেশি নাগরিক আটকে নেই। তিনি বলেন, ‘প্রায় সব ভারতীয় খারকিভ ছেড়েছেন। গত কয়েকদিন ধরেই এই এলাকা উদ্বেগজনক ছিল।’

অন্যদিকে, ইউক্রেনের দূতাবাস থেকে জানানো হয়েছে, ‘পিসোচিন থেকে সব ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। তাঁদের নিরাপত্তা সবসময়ই অগ্রাধিকার পাবে।’ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন যে, ‘পিসোচিনের আশেপাশে কয়েক ঘন্টা আগেও ২৮৯ জন পড়ুয়া ছিলেন। তাঁদের প্রত্যেককেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আশা করছি, আজকের মধ্যেই সেই কাজটি শেষ করতে পারব। সেখান থেকে শিক্ষার্থীদের নিয়ে ইতিমধ্যে তিনটি বাস ছেড়ে গিয়েছে। পাঁচটি বাসে বাকিদেরও আমরা সরাতে পারব। আর কয়েক ঘণ্টার মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট করে জানাতে পারব।’

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন