1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের মুকুটে নয়া পালক! ব্যালাস্টিক মিসাইল অগ্নি ৪-এর পরীক্ষা সফল

আত্রেয়ী সেন

জুন ৭, ২০২২, ১২:২০ পিএম

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের মুকুটে নয়া পালক! ব্যালাস্টিক মিসাইল অগ্নি ৪-এর পরীক্ষা সফল

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের মুকুটে নয়া পালক যোগ হল। সোমবার সন্ধ্যায় ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে শক্তিশালী ইন্টার মিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৪ সফলভাবে পরীক্ষা করল ডিআরডিও। উৎক্ষেপণ সফল হয়েছে। 

প্রতিরক্ষামন্ত্রক থেকে জারি করা এক সংক্ষিপ্ত বয়ানে বলা হয়েছে, এই উৎক্ষেপণ সন্ধ্যা সাতটা নাগাদ হয়েছিল৷ বয়ানে আরও বলা হয়েছে যে, এই অগ্নি ৪-র মিসাইলের উৎক্ষেপণ সফল হয়েছে, এর ফলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র আরও শক্তিশালী হল। জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সমস্ত শর্ত পালন করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। সেই সময়ই এই ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত মাপকাঠি, আক্রমণের কৌশল, নেভিগেশন ইত্যাদি পরীক্ষা করা হয়।

এদিকে, স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে যে, এতি একটি নিয়মিত প্রশিক্ষণ লঞ্চ। যার মধ্যে সমস্ত অপারেশনাল প্যারামিটারগুলি পরীক্ষা করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি আরও বৃদ্ধি পাবে। ৪০০০ হাজার কিলোমিটার রেঞ্জের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।  এই অগ্নি ৪ মিসাইল অগ্নি সিরিজের চতুর্থ মিসাইল। যা আগের নাম ছিল অগ্নি ২ প্রাইম। এই মিসাইল তৈরি হয়েছে DRDO-র তত্ত্বাবধানে৷

ভারতের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণে সমস্ত পরিচালন মানের পাশাপাশি প্রণালীর বিশ্বস্ততাও প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে, এই মিসাইলের ওজন ১৭ হাজার কিলো। মিসাইলের দৈর্ঘ্য ২০ মিটার। অগ্নি ৪ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়াও এটি ৯০০ কিলোমিটার উচ্চতা দিয়েও উড়তে সক্ষম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন