আচমকার গুরুতর অসুস্থ হয়ে আমেদাবাদের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। এই খবর শোনা মাত্রই দিল্লি থেকে বিশেষ বিমানে আমেদাবাদ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এখন তিনি কেমন আছেন সেই বিষয়ে মুখ খুলল হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা। এদিন অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। এমনকি হাত-পা নাড়িয়ে ইশারায় কথা বলারও চেষ্টা করেছেন। মোটের উপর তার শারীরিক অবস্থা গতকালের তুলনায় উন্নতির দিকে।
অপরদিকে প্রধানমন্ত্রীর বড় ভাই সোমা ভাই মোদী জানিয়েছেন, ৯৯ বছর বয়সী তার মা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। হাত-পা নাড়িয়ে ইশারায় কিছু বলার চেষ্টা করছেন। এমনকি তাকে খাটের উপর বসিয়ে দেওয়ার জন্যও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। মূলত বার্ধক্য জনিত সমস্যার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। এর আগেও তিনি আমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়লজি এন্ড রিসার্চ সেন্টার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এমআরআই, সিটি স্ক্যান করা হয়েছে প্রধানমন্ত্রীর মায়ের। এখন রিপোর্ট আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। যাবতীয় রিপোর্ট দেখে আলোচনা করে তারপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাকে আর কতদিন হাসপাতালে রাখতে হবে সেই বিষয়ে। এদিকে এদিন তরল খাবার খেয়েছেন প্রধানমন্ত্রীর মা এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।