আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ভোট। তার আগে সেই রাজ্যে প্রচারে মন দিয়েছে শাসক বিরোধী উভয় দলই। কিন্তু সেখানের শাসক দল তৃণমূলকে কিছুতেই প্রচার করতে দিচ্ছে না। এমনটাই অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। একইসঙ্গে কর্মী-সমর্থকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও নালিশ জানাবেন তৃণমূল প্রতিনিধিরা।
৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার জন্য ইতিমধ্যেই তিন দফায় ২৪ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা গিয়েছে সেই তালিকায় নাম রয়েছে সৈকত রাজ্যেরই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও আলেমাও চার্চিলের নাম। এছাড়াও বেশ কয়েকজন তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বকেও প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এমতাবস্থায় ঘাসফুল শিবিরকে ঠিক মত প্রচার করতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ আসছে দলের তরফে।
তাই আজ দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের চার প্রতিনিধি আবির বিশ্বাস, শান্তনু সেন ও অপরূপা পোদ্দার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে দেখা করবেন। মূলত পানাজিতে দলীয় কার্যালয় ভাঙচুর করা, দলের নিচুতলার কর্মী-সমর্থকদের ক্রমাগত হুমকি দেওয়া, প্রচারে বাধা দেওয়া এই সমস্ত বিষয়েই এদিন নালিশ জানাবে তৃণমূল।