ক্রমেই নৃশংস হয়ে উঠছেন শিক্ষক শিক্ষিকারা। যার নজির আরো একবার মিলল রাজধানী দিল্লিতে। রাগের বসে দোতলার বারান্দা থেকে ছাত্রীকে ছুড়ে ফেলে দিলেন এক শিক্ষিকা। এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রী।
জানা গিয়েছে দিল্লির নগর নিগম বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বন্দনা। শুক্রবার হঠাৎই রাগের বশে ওই ছাত্রীকে দোতলার ক্লাসরুমের বারান্দা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেন শিক্ষিকা গীতা দেশওয়াল। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। শিশুটি দিল্লির এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে।
জানা গিয়েছে এর আগেও ওই শিক্ষিকা এই ছাত্রীর উপর আক্রমণ করেছিলেন। তখন কাঁচি দিয়ে শিশুটির উপর এই শিক্ষিকা আক্রমণ করেন বলে অভিযোগ। সেই সময় অপর এক শিক্ষিকার এ বিষয়টি নজরে আসতে তিনি অভিযুক্ত শিক্ষিকাকে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও রাগ কমেনি ওই শিক্ষিকার। এদিন বেলা ১১ টা নাগাদ স্কুলের দোতালার বারান্দা থেকে রাগের বশে ওই ছাত্রীকে নিচে ছুঁড়ে ফেলে দেন শিক্ষিকা।
এই চরম মুহূর্তে অনেকেই উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। তারা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে নিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গ্রেফতার করা হয় ওই শিক্ষিকাকেও। ইতিমধ্যেই চাকরি থেকেও শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। কি কারনে ওই শিক্ষিকা বারান্দা থেকে শিশুটিকে ফেলে দিল তাই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
- TAGS
- দিল্লি
- মৃত্যু শয্যা
- আহত