বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার রেনিগুন্টা এলাকায় এক নবনির্মিত বেসরকারি হাসপাতালে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে দুই শিশু-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও দুজনকে দগ্ধ অবস্থায় ওই হাসপাতাল ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত তিনজনের মধ্যে এক চিকিৎসক এবং তাঁর দুই সন্তান। তাঁদের তিনজনকেই সনাক্ত করা হয়েছে। ওই চিকিৎসক পরিবার নিয়ে ওই হাসপাতাল ভবনটির উপরেই থাকতেন। পুলিশ জানিয়েছে, এদিন ভোরে রেনিগুন্টার বসন্ত নগরে নির্মিয়মাণ কার্তিকেয় হাসপাতালে আগুন লাগে। ভোর ৪ টে ৫০ মিনিট নাগাদ পুলিশের কাছে আগুন লাগার খবর আসে। পুলিশ এবং দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। জানা গিয়েছে, ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন হাসপাতালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ডা. রবিশঙ্কর রেড্ডি নামে এক চিকিৎসক এবং তাঁর ছেলে, ১২ বছরের কিশোর ভরত এবং তাঁর ৬ বছরের মেয়ে কার্তিকার মৃত্যু হয়েছে। এদিকে, এই ঘটনায় চিকিৎসক রবিশঙ্কর রেড্ডির স্ত্রী চিকিৎসক অনন্ত লক্ষ্মী এবং বৃদ্ধা মাও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করেন স্থানীয়রাই। দমকলের কর্মীরা চিকিৎসক দম্পতির মেয়ে এবং ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃত চিকিৎসক রবিশঙ্করের মা এবং স্ত্রী- এর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
অন্যদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই হাসপাতালের ভবনটিতে আগুন লাগে। বিস্তারিত তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তাদের মতে, ওই বেসরকারি হাসপাতালের প্রথম তলাতেই আগুন লেগেছিল। সেখান থেকেই দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে যায়। জানা গিয়েছে, রবিশঙ্কর রেড্ডি এবং তাঁর ছেলে-মেয়েরা ভবনটিতে আটকে পড়েছিল।