1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মোদির বড় ভক্ত! গলায় ঝোলানো QR কোড, PhonePe-তেও ভিক্ষা নেন এই ভিক্ষুক

মৌসুমী মোদক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:১২ পিএম

মোদির বড় ভক্ত! গলায় ঝোলানো QR কোড, PhonePe-তেও ভিক্ষা নেন এই ভিক্ষুক

গলায় ঝোলানো QR code। আর সেই কোডের সাহায্যে অনলাইন মাধ্যমেই ডিজিটালি ভিক্ষা নিচ্ছেন বিহারের বেতিয়া রেল স্টেশনের এক ভিক্ষুক৷ রাজু প্যাটেল নামে ওই ভিক্ষুককে এলাকায় একডাকে সবাই চেনে। বহু বছর ধরেই বেতিয়া স্টেশনে ভিক্ষা করছেন তিনি। তবে ইদানীং সেই ভিক্ষা নেওয়ার ব্যবস্থাকে আরও সহজ করে তুলতেই ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকেছেন রাজু।

কিন্তু এই ডিজিটাল ভিক্ষা নেওয়ার পিছনে কারণ কী? সংবাদসংস্থার কাছে সে বিষয়ে মুখ খুলেছেন রাজু। ওই ভিক্ষুকের কথায়, যেহেতু যুগ বদলেছে। তাই ভিক্ষা নেওয়ার পদ্ধতিও বদল করতে হয়েছে তাঁকে। কারণ এখন ক্রেডিট/ডেবিট কার্ড বা ই-ওয়ালেটের যুগ৷ অনেকের কাছেই খুচরো টাকা থাকে না। সেক্ষেত্রে তারা অনলাইনেই ডিজিটাল পেমেন্ট করে যাতে ভিক্ষা দিতে পারেন, সেই কারণেই এমন ব্যবস্থা করেছেন রাজু।

ভিক্ষুকটি জানিয়েছেন, "অনেকেই বলেন নগদ টাকা বা খুচরো সঙ্গে নিয়ে ঘুরি না৷ কিন্তু ওরাও তো আমার ক্লায়েন্ট। তাই ওদের যাতে হাতছাড়া না করতে হয় তাই নিজেই ই-ওয়ালেট খুলে ফেলেছি। সব ব্যবস্থাই করে রেখেছি। যাতে কোনও অসুবিধা না হয়৷ যদিও এখনও বেশিরভাগ জন ক্যাশেই পেমেন্ট করে৷" আরও জানা যায়, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে প্রথমটায় বেশ সমস্যাতেই পড়তে হয়েছিল ওই ভিক্ষুককে। কারণ সে সময় তাঁর কাছে আধার ও প্যান কার্ড ছিল না। শেষে বহু কাঠখড় পুড়িয়ে আধার ও প্যান তৈরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ই-ওয়ালেট খুলেছেন রাজু।

আরেক চমকপ্রদ বিষয় হচ্ছে, লালু প্রসাদ যাদব ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বড় ভক্ত রাজু। প্রধানমন্ত্রীর  ‍‍`মন কি বাত‍‍` অনুষ্ঠান কোনওদিনও মিস করেন না তিনি। মোদির ‍‍`ডিজিটাল ইন্ডিয়া‍‍` (Digital India) ক্যাম্পেনও তাঁর বেশ ভালো লাগে। তাই সেই স্রোতে নিজেও গা ভাসিয়েছেন। ভিক্ষা নেওয়ার জন্য বেছে নিয়েছেন অনলাইন পেমেন্টের মতো বিকল্প ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই অবশ্য ভিক্ষুকটির বুদ্ধির তারিফ করেছেন অধিকাংশ মানুষ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন