1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘হিন্দু দেব-দেবীদের পুজো করব না’! আপ মন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক

আত্রেয়ী সেন

অক্টোবর ৭, ২০২২, ০৭:৫৭ পিএম

‘হিন্দু দেব-দেবীদের পুজো করব না’! আপ মন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও একবার ধর্মান্তকরণ নিয়ে চাপানউতোর শুরু হল বিজেপি এবং আপের মধ্যে। ধর্মান্তকরণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হিন্দুত্ব-বিরোধী শপথ নিয়েছেন আম আদমি পার্টির এক মন্ত্রী। হিন্দু দেবতাদের অপমান করার অভিযোগ আনা হয় দিল্লির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের বিরুদ্ধে। অভিযোগ, রাজেন্দ্র পাল গৌতম প্রকাশ্যে বলেছেন, ‘আমি হিন্দু দেব-দেবীর পুজো করব না।’ ওই অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, কোনও হিন্দু দেবতাদের প্রতি তাঁর বিশ্বাস নেই।

এই বিষয়টিকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। আপ মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে আসরে নেমে পড়েছে বিজেপি। যদিও এই ঘটনায় এখনও আপের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়েছে, ‘হিন্দুত্ব বিরোধী’ প্রচার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। উল্টোদিকে, রাজেন্দ্র সব অভিযোগ উড়িয়ে দাবি করেছেন যে, বিজেপি আসলে ‘দেশ বিরোধী’।

ঘটনার সূত্রপাত হয় গত ৫ অক্টোবর। দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজেন্দ্র। ধম্মচক্র প্রবর্তন দিন নামে এই অনুষ্ঠান আয়োজন করা হয় একটি বিশেষ কারণে। এই দিনেই বি আর আম্বেদকর বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন। সেই জন্য প্রতিবছর এই দিনটির স্মরণে বহু মানুষ বৌদ্ধধর্মে দীক্ষিত হন। ওই দিনের অনুষ্ঠানে আম্বেদকরের ২২ টি বাণী উচ্চারণ করেন রাজেন্দ্র-সহ সেখানে উপস্থিত জনতা। উল্লেখ্য, এই ২২ টি বাণীর মধ্যেই রয়েছে হিন্দু দেবতাকে অস্বীকার করার বাণী। সকলের সঙ্গে রাজেন্দ্রও এই বাণীগুলি উচ্চারণ করেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির মন্ত্রী রাজেন্দ্র বলছেন, ‘ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে আর কোনও বিশ্বাস থাকবে না। আমি তাদের পুজোও করব না। রাম এবং কৃষ্ণতেও আমার কোনও বিশ্বাস থাকবে না, যাঁদের ঈশ্বর রূপে দেখা হয়। আমি তাঁদের পুজোও করব না।’

দিল্লির মন্ত্রীর এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এরপরই আসরে নামে বিজেপি। তীব্র নিন্দা করা হয় ওই ভিডিওর। বিজেপির তরফে অভিযোগ করা হয় যে, এই অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু ও বৌদ্ধ-দুই ধর্মেরই অপমান করেছেন রাজেন্দ্র পাল গৌতম। সেই সঙ্গে হিন্দু বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগও আনা হয়েছে আপ মন্ত্রীর বিরুদ্ধে। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত বলেছেন, ‘রাজেন্দ্র গৌতমের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি হিন্দু ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য তৈরি করা হয়।’

অন্যদিকে, বিজেপি বিধায়ক মনোজ তিওয়ারি এ প্রসঙ্গে বলেছেন যে, ‘আপ মন্ত্রীরা দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন। যত দ্রুত সম্ভব এই মন্ত্রীকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। আমরা এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।’

এদিকে, সূত্রের খবর এই গোটা ঘটনায় খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ। যদিও দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে, প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং রাজেন্দ্র, যাকে ঘিরে এই বিতর্ক। দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র বলেছেন, ‘আমি বৌদ্ধ ধর্মাবলম্বী। সেই নিয়ে কারওর অসুবিধা হচ্ছে কেন? সংবিধানে সমস্ত ধর্মপালন করার স্বাধীনতা রয়েছে। আসলে বিজেপি ভয় পাচ্ছে। সেই জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে চাইছে।’

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন