1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

Covid-19 India Update: দেশের দৈনিক করোনা গ্রাফে পতন! গত ২৪ ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা ও অ্যাকটিভ কেস

আত্রেয়ী সেন

জুলাই ১৯, ২০২২, ১১:২১ এএম

দেশের দৈনিক করোনা গ্রাফে পতন! গত ২৪ ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা ও অ্যাকটিভ কেস / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশের করোনা গ্রাফে অনেকদিন পর গতকালই খানিকটা স্বস্তি মিলেছিল। গত ২৪ ঘণ্টায় ফের দৈনিক করোনা গ্রাফে স্বস্তি মিলল। আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমল মৃত্যু সংখ্যা। সেইসঙ্গে অনেকদিন পর কমল অ্যাকটিভ কেসও। এদিকে, নতুন করে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই রবিবারই কোভিড টিকাকরণে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ভারত। করোনার টিকাকরণ শুরুর ১৮ মাসের মধ্যেই রেকর্ড গড়ল ভারত। করোনা মোকাবিলায় ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ শুরু হয়। আর এবার ১৮ মাসের মধ্যে তা ২০০-র গণ্ডি অতিক্রম করল। গত রবিবার ২০০ কোটি ডোজ টিকাকরণের মাইল ফলক ছুঁয়েছে দেশ। 

বেশ কিছু দিন ধরে বেড়ে যাচ্ছিল করোনা আক্রান্তের সংখ্যা। বাড়তে বাড়তে তা ২০ হাজার অতিক্রম করে। দেশের মধ্যে মহারাষ্ট্র কেরল, তামিলনাড়ু, কর্ণাটক-এর সংক্রমণের হার ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্রের পাশাপাশি দক্ষিণের রাজ্য কেরলেও করোনা পরিস্থিতি ভয় ধরাচ্ছে। সেই সঙ্গে নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ুও। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছিল পজিটিভিটি রেট। এদিকে, গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল করোনা সংক্রমণ। যা অবশ্যই স্বস্তির খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৮ জন। গতকাল দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৩৫ জন। গতকালের থেকে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। গতকাল দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ৫১ জন। মৃতের সংখ্যাও গত ২৪ ঘণ্টায় কমেছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭৮৫ জন।

এতদিন সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছিল যেটা, সেটা হল অ্যাকটিভ কেস। পরপর বেশ কিছু সময় ধরেই কমছিল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। কিন্তু বিগত কিছু সময় ধরেই ঝড়ের গতিতে বেড়েই চলেছিল অ্যাকটিভ কেস। কমার নামই নিচ্ছিল না। তবে, অনেকদিন পর গত ২৪ ঘণ্টায় তা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৬৫৪ জন। গতকাল দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ২৬৪ জন। আপাতত অ্যাকটিভ কেসের হার বেড়ে দাঁড়িয়েছে ০.৩৩ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ১১৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ কোটি ৩১ লক্ষ ১৩ হাজার ৬২৩ জন।

করোনার মোকাবিলায় এখনও চলছে টিকাকরণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ২০০ কোটি ৩৩ লক্ষ ৫৫ হাজার ২৫৭ জনের করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ২৭ লক্ষ ৭৮ হাজার ১৩ জনের। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ চলছে পাশাপাশি চলছে দেশের প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কাজও। এছাড়াও সকল প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন