1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘চামচাগিরিরও সীমা থাকে’! রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য, বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা

আত্রেয়ী সেন

অক্টোবর ৬, ২০২২, ০৯:২০ পিএম

‘চামচাগিরিরও সীমা থাকে’! রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য, বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার দেশের রাষ্ট্রপতি তথা সরকারের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা। ‘কোনও দেশেরই যেন দ্রৌপদী মুর্মুর মতো রাষ্ট্রপতি না থাকে।’ এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ। এদিকে, এই মন্তব্যের জন্য বৃহস্পতিবার তাঁকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। উল্লেখ্য, এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী দ্রৌপদীকে ‘রাষ্ট্রপত্নী’ বলেছিলেন। যা নিয়ে তাঁকেও বিতর্কের এবং সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এবারের ঘটনায় বিতর্কের সূত্রপাত বুধবার রাতে। বুধবার টুইটারে কংগ্রেস নেতা উদিত রাজ লেখেন, ‘দ্রৌপদী মুর্মুর মতো রাষ্ট্রপতি যেন কোনও দেশ না পায়। চামচাগিরিরও সীমা থাকে। উনি বলছেন, ৭০ শতাংশ গুজরাটের নুন খায়। নিজে নুন খেয়ে জীবনযাপন করলে বুঝতেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মোদী- গড় গুজরাটে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সেখানেই এক কর্মসূচিতে অংশগ্রহণ করে তাঁকে বলতে শোনা যায় যে, ‘দেশের ৭৬ শতাংশ নুন গুজরাটেই উৎপন্ন হয়। সুতরাং বলাই যায়, গোটা ভারতই গুজরাটের নুন খায়।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই মন্তব্যকেই আক্রমণ করেন উদিত রাজ।

অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে। শুধুমাত্র একজন নারী নয়, উদিতের কটাক্ষ সরকারের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে। এর পাশাপাশি কংগ্রেস নেতার এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলেও উল্লেখ করেন তিনি। আবার বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও টুইটারে এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তাঁর প্রশ্ন ‘কংগ্রেস কি আদিবাসী সমাজকে এভাবেই অপমান করে চলবে?’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন