প্রতিদিনের মতো এজন্য খনিতে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। এবার হঠাৎই ধস নামে বাস্তার জেলার জগদলপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মালাগাঁও গ্রামে চুনাপাথরের খনিতে। ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজনের। যাদের মধ্যে ৬ জন মহিলা।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ছত্তীসগঢ়ের বাস্তার জেলায় চুনাপাথর খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় ধসনামায় হঠাতেই চাপা পড়ে যান সকলে। ঘটনার স্থলের মৃত্যু হয় ৫জনের। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন নাগারনার থানার পুলিশ। আর তোদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়। মনে করা হচ্ছে ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তবে খনির ভিতরে এখনো কেউ আটকে রয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।
খনি থেকে ক্রমাগত খনিজ তুলে নেওয়ার পর বালি দিয়ে খনি ভরাট করা না হলে একটা সময়ের পর সেই খনির ভিতরে ধস নামে।পুলিশের দাবি, মালাগাঁও গ্রামে চুনাপাথরের খনির ভিতর ৭ জন শ্রমিকই নেমে কাজ করছিলেন। তবে ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও চলছে।