শীঘ্রই শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে দলের স্ট্র্যাটেজে কি হতে পারে সেই নিয়ে আলোচনা করতে এদিন সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর বুধবার বেলা তিনটে নাগাদ দিল্লীতে সৌগত রায়ের বাড়িতে হবে বৈঠক।
রাজনৈতিক মহলের মতে, সংসদের অধিবেশনে বিজেপি বিরোধী আওয়াজ কীভাবে তৃণমূল কংগ্রেস তুলে ধরবে সেটার রূপরেখা তৈরি হবে ওই বৈঠকে। বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এখন ২০২৪ সালের লোকসভা নির্বাচন।
এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সব সাংসদ। আসন্ন শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদরা কোন কোন বিষয়ে সরব হবেন, সেই সব বিষয়ে আলোচনা করার জন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে।কোনোভাবেই যাতে নির্বাচনের স্ট্যাটেজিতে কোন গলদ না থাকে সেই নিয়ে আলোচনা হতে পারে এ দিনের বৈঠকে।
কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ হচ্ছে না রাজ্যের জন্য এই নিয়ে সরব হতে চলেছে তৃণমূল। পাশাপশি, কোন কোন ইস্যুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে ফ্লোর কো-অর্ডিনেশন করা হবে কি না, সেই নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। মেঘালয় ইস্যুতেও সরব হতে পারে তৃণমূল কংগ্রেস। আগামী বছরের শুরুতেই মেঘালয় রাজ্যে নির্বাচন।
অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে এখন বিপর্যস্ত রাজ্য। এছাড়াও আর্থিক দুর্নীতি সহ শিক্ষক নিয়োগ বিভিন্ন বিষয়ে অধিবেশনে সরব হতে পারে বিজেপি। তাই বিজেপিকে রুখতে পাল্টা কি কি জবাব দেবে তৃণমূল কংগ্রেস তার রূপরেখাও তৈরি হতে পারে এ দিনের বৈঠকে।
- TAGS
- মুখ্যমন্ত্রী
- বৈঠক
- সাংসদ