1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বিদ্রোহের কি তবে ইতি? পাট শিল্প নিয়ে পীযুষ গোয়েলের সঙ্গে হওয়া বৈঠকের পর খুশি অর্জুন সিং

আত্রেয়ী সেন

মে ১, ২০২২, ১১:০৭ এএম

বিদ্রোহের কি তবে ইতি? পাট শিল্প নিয়ে পীযুষ গোয়েলের সঙ্গে হওয়া বৈঠকের পর খুশি অর্জুন সিং

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পাট শিল্পের দুরাবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বিজেপির অর্জুন সিং। তবে, অর্জুন সিং-এর এই বিদ্রোহ আপাতত ঠেকাতে পারল কি বিজেপি? বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। পাট শিল্পের দুরাবস্থা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করার পর আপাতত আন্দোলনের রাস্তা থেকে সরে আসারই ইঙ্গিত দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। টুইটারে তেমনটাই দাবি করেছেন তিনি। 

টুইটারে তিনি জানিয়েছেন যে, ‘পাটচাষী, শ্রমিক এবং শিল্পের সাথে সম্পর্কিত আমার দ্বারা উত্থাপিত সমস্যাগুলির বিষয়ে একটি বৈঠকের জন্য পীযূষ গোয়েলজি আজ রাতে তাঁর বাসভবনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মিটিং খুব ইতিবাচক ছিল। আশা করি শীঘ্রই সমস্যার সমাধান হবে।’

কয়েকদিন ধরে পাট শিল্পের দুরাবস্থাকে অস্ত্র করে কেন্দ্রের বিরুদ্ধে বেসুরু কথা বলছিলেন অর্জুন সিং। বিগত কয়েকদিন ধরেই তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার কারণেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। এমনকি, এই শিল্পের হাল ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একসঙ্গে আন্দোলনে নামার হুমকি দেন। তাঁর একাধিক মন্তব্যে নতুন করে দলবদলের জল্পনা শুরু হয়। এমনকি এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখেন তিনি। আবার মমতা ছাড়াও অর্জুন সিং চিঠি লেখেন ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকেও। 

এদিকে, পরিস্থিতি ক্রমশ হাটের বাইরে যাচ্ছে দেখে, শনিবার জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। দিল্লিতে অর্জুন সিংকে তলব করেন তিনি। এরপর শনিবার বিকেলেই দিল্লির উদ্দেশে উড়ে যান অর্জুন সিং। দিল্লি যাওয়ার আগেও তিনি বলেন যে, পাট শিল্পের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের সংসার চলে। তাই এই সমস্যা তাঁর কাছে মরণ- বাঁচন সমস্যা। এরপর রাতে বৈঠকের পর ব্যারাকপুরের সাংসদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়। তা তাঁর টুইট থেকেই স্পষ্ট। 

অন্যদিকে, রাজনৈতিক মহল মনে করছে, এই টুইট বলছে আপাতত যুদ্ধের ইতি টেনেছেন অর্জুন সিং। তবে, কতদিন তিনি শান্ত থাকবেন, সে বিষয়ে অবশ্য বিজেপির অন্দরে যথেষ্ট সন্দেহ আছে। সমস্যা না মিটলে, ফের অশান্ত হতে পারেন অর্জুন সিং।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন