1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা! সফলভাবে লক্ষ্যভেদ ‘হেলিনা’ মিসাইলের

আত্রেয়ী সেন

এপ্রিল ১১, ২০২২, ১১:০১ পিএম

আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা! সফলভাবে লক্ষ্যভেদ ‘হেলিনা’ মিসাইলের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা। শত্রুদেশের মনে আতঙ্ক বাড়িয়ে, হেলিকপ্টার ‘ধ্রুব’ থেকে সফলভাবে লক্ষ্যভেদ করল ‘হেলিনা’ মিসাইল। আকাশ থেকে শত্রুর ট্যাঙ্ককে নিখুঁতভাবে ধ্বংস কীভাবে করা হবে, তার কৌশল রপ্ত করে ফেলল ডিআরডিও। এখন আকাশ থেকেই শত্রু ট্যাঙ্ককে আঘাত করা সম্ভব, আরও নিখুঁতভাবে। 

সোমবার রাজস্থানের পোখরান পরীক্ষাকেন্দ্রে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ধ্রুব থেকে ছোঁড়া হেলিনা ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যভেদ করেছে। একথাই জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে।  ডিআরডিও’র নির্মিত এই মিসাইলের পরীক্ষা প্রথম শুরু হয় ২০১৮ সালে। এর পর থেকে এটিকে আরও উন্নত করা হয়েছে। যেকোনোরকম আবহাওয়া, যে কোনও উচ্চতায় এটি কাজ করতে সক্ষম। এবার এটিকে হেলিকপ্টার থেকে ছোড়ার উপযোগী করে তোলা হল। জানা গিয়েছে, যে কোনও দিক থেকেই এটি শত্রু দেশের ট্যাঙ্ককে আক্রমণ করতে সক্ষম। 

প্রসঙ্গত উল্লেখ্য, হেলিনা মিসাইলটি ডিআরডি’র তৈরি অন্যতম বিধ্বংসী তৃতীয় প্রজন্মের মিসাইল। দিন হোক বা রাত, এই মিসাইল একদম নির্ভুল নিশানায় আঘাত করতে সক্ষম। এই মিসাইলে রয়েছে বিশেষ রকমের বৈদ্যুতিন সেন্সর। যা খুব সহজে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। এখানেই শেষ নয়, ছোড়ার পর নিজে থেকেই লক্ষ্যবস্তু খুঁজে বের করে, তাতে আঘাতও করার ক্ষমতা আছে মিসাইলটির। 

জানা গিয়েছে, এই মিসাইলের রেঞ্জ ৭ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার। সীমান্তে শত্রুদেশের মোকাবিলা করতে এটা যে ভারতীয় সেনার অন্যতম শক্তিশালী অস্ত্র হতে চলেছে, সে বিষয়ে খুবই আশাবাদী বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ডিআরডিও’র তৈরি এই মিসাইলটি ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনা এই দুই বাহিনীতেই যুক্ত হবে। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন