1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ATM থেকে বেরোচ্ছে পাঁচ গুণ বেশি টাকা! টাকা তুলতে ভিড় জমাচ্ছে জনতা

আত্রেয়ী সেন

জুন ১৬, ২০২২, ০৪:৩২ পিএম

ATM থেকে বেরোচ্ছে পাঁচ গুণ বেশি টাকা! টাকা তুলতে ভিড় জমাচ্ছে জনতা / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি ঘটনা বাংলা প্রবাদ ‘মেঘ না চাইতেই জল’ কে সত্যি করল। কী সেই ঘটনা? যত টাকা লেখা হচ্ছে, এটিএম থেকে বেরোচ্ছে তার ৫ গুণ বেশি টাকা। আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এটিএমের বাইরে রীতিমতো মানুষের হুড়োহুড়ি পড়ে যায়। আজব হলেও, বাস্তবে এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের কাছে অবস্থিত খাপরখেদা নামক জায়গায়।

জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে ৫০০ টাকা তুলতে গিয়ে হঠাৎ এক ব্যক্তি লক্ষ করেন, বিষয়টি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ৫০০ টাকা তুলতে গিয়ে দেখেন, বেরিয়ে এসেছে ২৫০০ টাকা! মুহূর্তের মধ্যে বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে। জানাজানি হতেই, অসংখ্য মানুষ ভিড় করতে থাকেন ওই এটিএমের সামনে। টাকা তোলার হিড়িকে শুরু হয়ে যায় ধস্তাধস্তিও। 

এরপর বিষয়টি দেখতে পেয়েই, পুলিশ খবর দেয় ওই ব্যাঙ্কেরই এক গ্রাহক। এরপর দ্রুত সেখানে পুলিশ পৌঁছে ওই এটিএমের ঝাঁপ বন্ধ করে দেয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ব্যাঙ্কেও। বিষয়টি জানতে পেরে ব্যাঙ্কের পক্ষ থেকেও বিষয়টির সত্যতা যাচাই করা হয়। দেখা যায়, বিষয়টি মোটেও গুজব নয়, একেবারে সত্যি। সত্যি সত্যি ৫ গুণ বেশি টাকা বেরচ্ছিল ওই এটিএম থেকে। 

এদিকে, এই ঘটনায় বিশেষজ্ঞদের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, প্রযুক্তিগত কোনও ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে। তবে, ভিড় সরিয়ে মানুষকে এভাবে টাকা তুলতে বাধা দিলেও, এখনও পর্যন্ত গোটা ঘটনায় পুলিশের পক্ষ থেকে কারও নামে অভিযোগ দায়ের করা হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন