বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও বিপত্তি অমরনাথ যাত্রায়। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ২ দিন বাদে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু সোমবার সকাল থেকেই পঞ্জতরনি অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর সেই কারণেই ফের একবার থমকে গেল অমরনাথ যাত্রা। প্রাকৃতিক বাধার কারণে অমরনাথ যাত্রা থমকে যাওয়ায় হতাশ পুণ্যার্থীরা। কবে আবার শুরু হবে যাত্রা? এখন সেদিকে তাকিয়ে সবাই।
শুক্রবারের মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল অমরনাথ। ৪৮ ঘণ্টা পর সোমবার থেকে ফের শুরু হয় অমরনাথ যাত্রা। কিন্তু পঞ্জতরনির গুহার সামনে ক্রমাগত প্রবল বৃষ্টির কারণে রাস্তা খুবই খারাপ হয়ে গিয়েছে। ফলে ওই পথ দিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই কারণেই থমকে গিয়েছে অমরনাথ যাত্রা।
এদিকে, এদিন সকালেই ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশে রওনা দিয়েছিল পুণ্যার্থীর দল। কিন্তু জম্মুর ডেপুটি কমিশনার অবনি লাভাসা জানিয়েছেন, যে যাত্রীরা ১১ জুলাইয়ের অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করিয়েছেন, তাঁদের আপাতত ভগবতী নগর বেস ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যারা আগে থেকেই অমরনাথ যাত্রার জন্য বুকিং করিয়েছেন, তাঁদের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অথচ আজ সকালেই পুণ্যার্থীদের জন্য আশার খবর শুনিয়েছিল প্রশাসন। দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। তা পুনরায় শুরু হয়েছিল। জানা গিয়েছে, এদিন সকালে নুনওয়ান-পহেলগাঁওয়ের দিকে থেকে যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা। জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে তীর্থযাত্রীদের একটি নতুন দল পথ চলা শুরু করেন। তাঁদের সঙ্গে ছিলেন সিআরপিএফ এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। কিন্তু আচমকাই ভারী বৃষ্টি শুরু হওয়ায় ফের একবার স্থগিত হয়ে গেল যাত্রা।
অন্যদিকে, এও জানা গিয়েছে, বানতাল বেস ক্যাম্পে এখনও আটকে রয়েছেন পুণ্যার্থীরা। এদিকে, নুনওয়ান থেকেও পুণ্যার্থীরা ফের যাত্রা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবারই অমরনাথের গুহা মন্দিরের কাছে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের কারণে ১৬ জনের মৃত্যু হয়। এখনও কমপক্ষে ৪০ জন নিখোঁজ। সেইসঙ্গে এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু তীর্থযাত্রী। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ।