১৪ ফেব্রুয়ারি নির্বাচন গোয়ায়। তার আগে দফায় দফায় সেই রাজ্যে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামীকাল ফের একবার সৈকত রাজ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন ২৬ জানুয়ারি পর্যন্ত। সেখানে দলীয় বৈঠক সারবেন তিনি।
ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। এবার শোনা যাচ্ছে গোয়ায় গিয়ে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করতে পারেন অভিষেক। সেক্ষেত্রে প্রার্থী তালিকায় কারা স্থান পাবে সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও টানাপোড়েন চলছে তৃণমূলের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে যোগাযোগ করলেও ওপার থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনো।
এদিকে, অভিষেকের গোয়া সফরকে বিশেষ পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, গোয়ায় ‘সিজন ছুটি’ কাটাতে যাচ্ছেন অভিষেক। তৃণমূল গোয়ায় কোনও ক্ষমতা পাবে না। তাই সব মিলিয়ে আগামি ২৩ থেকে ২৬ জানুয়ারি অভিষেকের গোয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
- TAGS
- গোয়া সফরে অভিষেক
- অভিষেক