বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। আলাদা আলাদা ধর্ষণের মামলায় অভিযুক্ত ৫ জনকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তবে, নির্যাতিতাকে বিয়ে করার শর্তেই মিলেছে তাঁদের জামিন। গত ৪ মাসে এমন ৪ জন অভিযুক্তকে জামিন দেওয়ার পরে এবার আরও এক ধর্ষণে অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে নির্যাতিতাকে বিয়ে করার শর্তে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। মনু নামের সেই অভিযুক্তকে জামিন দেওয়া হয় দুটি বিষয় মাথায় রেখে। প্রথমত নির্যাতিতা ও তাঁর বাবা কেউই আপত্তি করেনি এই সিদ্ধান্তে। এদিকে, ততদিনে নির্যাতিতা এবং মনুর সন্তানের জন্ম হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আদালত জানিয়ে দেয় যে, মনুকে জামিন দেওয়া হচ্ছে একটাই শর্তে। আর তা হল এই যে, সে ছাড়া পাওয়ার পরই ১৫ দিনের মধ্যেই নির্যাতিতাকে বিয়ে করতে হবে। শুধু তাই নয়, বিয়ের পর স্ত্রী ও সন্তান, দুজনকেই সে স্বীকৃতি দেবে। উল্লেখ্য, মনুর বিরুদ্ধে পকসো আইনেও মামলা করা হয়েছে, কেননা নির্যাতিতা নাবালিকা, তাঁর বয়স মাত্র ১৭ বছর।
এর আগে ৩০ সেপ্টেম্বর এই একই শর্তে জামিন দেওয়া হয়েছে আরও এক অভিযুক্তকে, নাম শোভন। ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালে অভিযোগ দায়েরের সময় ওই তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতিতার সঙ্গে শোভনের প্রেমের সম্পর্ক ছিল বলেই জানা যায়। সাম্প্রতিক এমন দুটি ঘটনাই শুধু নয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আরও তিনটি আলাদা ঘটনাতেও একইভাবে অভিযুক্তদের জামিন দেওয়া নির্যাতিতাকে বিয়ে করার শর্তেই।
প্রসঙ্গত উল্লেখ্য, বারবার নারী নির্যাতনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশের নাম। হাথরাস থেকে শুরু করে উন্নাও- একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, খুন, নারীদের উপর অত্যাচারে দেশে সবার প্রথমেই রয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের নাম।