বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাজস্থানে। খাদে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হল তিন শিশু-সহ অন্তত ৫ জনের। পাশাপাশি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জনের। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
জানা গিয়েছে, বুধবার রাতে রাজস্থানের উদয়পুর জেলার নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই ওই চারচাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরে ৩ শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গাড়ির বাকি যাত্রীরা গুরুতর আহত। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনা প্রসঙ্গে উদয়পুরের পুলিশ সুপার মনোজ চৌধুরী জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৩ জন।’
অন্যদিকে, এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইটারে তিনি লিখেছেন, ‘উদয়পুরে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উদয়পুর-ঝাদোল সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। কঠিন সময়ে ঈশ্বর তাঁদের লড়াই করার শক্তি দিন। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটছে রাজস্থানে। এর আগে মঙ্গলবারই রাজস্থানে বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর মিলেছিল। জখম হন অন্তত ২০ জন।