1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রাধাষ্টমী – তে অবশ্যই এই কাজগুলি করুন, পাবেন ভালো ফল

প্রিয়াঙ্কা রায়

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:১৬ পিএম

রাধাষ্টমী – তে অবশ্যই এই কাজগুলি করুন, পাবেন ভালো ফল

সম্প্রতি গনেশ চতুর্থী পার হল। তারপর গত পরশু ছিল ঝিঙ্গে ষষ্টি। আর তারপরই আজ রাধাষ্টমী। বাঙালি মেয়ে, বউরা এই দিনটি পালন করে থাকেন। কথিত আছে, কেউ যদি জন্মাষ্টমী পালন করে থাকেন তাহলে তাঁক রাধাষ্টমী পালন করতেই হবে। কারণ হিসেবে বলা যায়- কৃষ্ণ আর রাধা একে অন্যের পরিপূরক। আর তাই কৃষ্ণের জন্মদিন পালন করলে রাধার জন্মদিন তো পালন করতেই হবে। 

উল্লেখ্য রাধাষ্টমী হল রাধার জন্মদিন। ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমতম দিনে রাধা জন্মগ্রহন করেন। রাধা জন্মগ্রহন করেছিলেন বর্ষানা তে। আজকের এই দিন সেখানে খুব ধুমধাম করে পালন করে হয়ে থাকে। তাছারা আমাদের দেশের বৈষ্ণব-ভাবাপন্ন জায়গাগুলিতেও এই দিন খুব জাঁকজমক ভাবেই পালিত হয়ে থাকে। 

রাধাষ্টমী তে ভালো ফল পেতে অবশ্যই এই কাজগুলি করবেন- সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে রাধা এর মূর্তি গঙ্গাজল দিয়ে ধুতে হবে। এরপর দেবির মূর্তিতে চন্দন, কুঙ্কুম পরাতে হবে। তারপর ফল, মিষ্টি নিবেদন করতে হবে। এরপর ফুল নিবেদন করে ধুপ, প্রদীপ জালিয়ে আরতি করতে হবে রাধার। এতে রাধা সন্তুষ্ট হবেন। সকলের ভালো হবে। 

এবছর অষ্টমী তিথি পড়ছে ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৮ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে। অন্যদিকে বিষ্ণুপুরাণ ও নারদপুরাণে ষোলো দিনের মহালক্ষ্মীব্রত পালন করার কথা উল্লেখ রয়েছে। তাই দেশজুড়ে এখন মহালক্ষ্মীর ষোলো দিনের ব্রত পালিত হচ্ছে।

এই ব্রত শুরু হয়েছে অষ্টমী তিথি পরার পর অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে এবং এটি ছল্বে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই ব্রতে লক্ষ্মীর আটটি রূপের আরাধনা করা হয়ে থাকে। এই ব্রত পালনের জন্য ঘট স্থাপন করতে হয়। ঘটে আম্রপল্লব, নারকেল, চন্দন, হলুদ, কুঙ্কুম ও সিঁদুর দিতে হয়। এছাড়া এই পূজায় এক টুকরো নতুন কাপড় দিতে হয়।   

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন