1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মহা পুজোর মহা আয়োজন! লক্ষাধিক টাকার অষ্টধাতুর মূর্তি কলকাতার এই মন্ডপে

মৌসুমী

সেপ্টেম্বর ৮, ২০২২, ০৪:৫৩ পিএম

মহা পুজোর মহা আয়োজন! লক্ষাধিক টাকার অষ্টধাতুর মূর্তি কলকাতার এই মন্ডপে

কলকাতার দুর্গাপুজো মানেই থিমের ঘনঘটা। কোন পূজা মন্ডপ অত্যাধুনিক থিমের চমক দেবে তা নিয়ে চলে প্রতিযোগিতা। এদের মধ্যে অন্যতম শোভাবাজার বেনিয়াটোলা দুর্গোৎসব। এবারে তাদের চমক অষ্টধাতুর দুর্গা প্রতিমা। যার ওজন এক টন। ইতিমধ্যেই মন্ডপে পৌঁছে গিয়েছে প্রতিমা।

সম্প্রতি ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে হেরিটেজ তকমা দিয়েছে। তা নিয়ে বিশাল শোভাযাত্রাও হয়েছে রাজপথে। তাই এবারের দুর্গাপুজো একটু বেশিই স্পেশাল বলা যেতে পারে। প্রতি বছরে মহা পুজোর মহা আয়োজন করেছে শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি।

পূজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, দশ লাখ টাকা ব্যয় করে প্রতিমা তৈরি করা হয়েছে।। অষ্টধাতুর এই মূর্তি এযাবৎ কালের মধ্যে কলকাতায় সবথেকে হেভিওয়েট। ইতিমধ্যেই শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে চলে এসেছে ঠাকুর। সুবিশাল ক্রেন আনা হয়েছিল এক জাহাজ কোম্পানির থেকে। সেই ক্রেনেই প্রতিমা ট্রলার থেকে অত্যাধুনিক লিফটিং পদ্ধতিতে প্রবেশ করানো হয় মণ্ডপে।

১২ ফুটের উচ্চতার এই দুর্গা প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে না বলেই জানানো হয়েছে। গত ছয় মাস ধরে মহিষাদলে তৈরি হয়েছে এই সুবিশাল প্রতিমা। পৃথিবীতে মেনে সারা বছর এই মূর্তি পূজো করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন