আজ মহালয়া। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোর বেণু। আজ পিতৃপক্ষের অবসান অর্থাৎ কৃষ্ণপক্ষের সমাপ্তি এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনার আগের অমাবস্যা। এই দিনকেই মহালয়া হিসেবে গণ্য করা হয়। মহালয়ার পরের দিন থেকেই সূচনা হবে দেবীপক্ষের। অর্থাৎ মা দুর্গা বাপের বাড়ি আসার কাউনডাউন স্টার্ট।
অন্যদিকে এই দিনের অন্যতম তাৎপর্যপূর্ণ হল তর্পণ। এইদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে। তাই ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে পিতৃ তর্পন। আমাবস্যার পুন্য তিথিতে পিতৃপক্ষের উদ্দেশ্যে পুত্রের তর্পণ করা কর্তব্য। সেই মতই সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। এই পরম্পরা দীর্ঘদিন ধরেই চলে আসছে।
উল্লেখ্য অনেকসময় আমাদের সংসারের সুখ, সমৃদ্ধতিতে অনেকের কুনজর পরে থাকে। আর এই কুনজর থেকে রক্ষা পেতে মহালয়ার পরেই অর্থাৎ দেবীপক্ষে বাড়িতে তুলসী গাছ রোপন করুন। তুলসী গাছ আমরা পুজো করে থাকি। তবে বাড়িতে তুলসী গাছ রাখলেই হবে না। তুলসী গাছ রাখার কিছু নিয়মাবলী রয়েছে, চলুন সেগুলি দেখে নেওয়া যাক…
১) দেবীপক্ষে বাড়িতে তুলসী গাছ রোপণ করুন তবে বিজোড় সংখ্যায় গাছ রোপণ করতে হবে। অর্থাৎ একসাথে ৩ টি, ৭ টি এরুপ বিজোড় সংখ্যায় গাছ রোপন করতে হবে।
২) বাড়িতে তুলসী গাছ রোপন করার সময় বাড়ির উত্তর দিকে কিংবা উত্তর-পূর্ব দিকে রোপন করুন।
৩) তুলসী গাছ যেখানে থাকবে তার আসেপাশে কোনও প্রকার কাঁটা জাতীয় গাছ রাখা উচিত নয়।
৪) তুলসী মন্দির সমসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকাল-সন্ধ্যে পুজো করতে হবে।
৫) সন্ধ্যে বেলা কখনই তলসী গাছে হাত দেবেন না বা পাতা ছিঁড়বেন না। এছাড়া একাদশী তিথিতে তুলসী পাতা ছেঁড়া অনুচিত।