1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দুঃসংবাদ যশ দাশগুপ্তের পরিবারে! মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা

আত্রেয়ী সেন

এপ্রিল ৫, ২০২২, ০৪:১৮ পিএম

দুঃসংবাদ যশ দাশগুপ্তের পরিবারে! মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মাতৃবিয়োগ হয়েছে অভিনেতা যশ দাশগুপ্তের। রবিবার রাতে প্রয়াত হয়েছেন যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন জয়তীদেবী। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। শোক সামলে উঠে, তিনি মঙ্গলবার দুপুরে নিজেই এই খবর প্রকাশ্যে আনেন। অভিনেতার গোটা পরিবার এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে টিম যশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে, তাঁদের যেন একান্তে থাকতে দেওয়া হয়। যশ দাশগুপ্তের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। অভিনেতা জানান, ‘মা মানসিকভাবে এতো শক্ত ছিলেন আর সাহসী ছিলেন, এভাবেই তাঁকে সারাজীবন মনে রাখব।’

উল্লেখ, কলকাতার ডায়মন্ড সিটি যশের বাড়িতেই থাকতেন তাঁর মা জয়তীদেবী। নুসরতের বাড়ি অন্যত্র, তাছাড়া ঈশানও অনেকটাই ছোট এখন, তাই তাকে নিয়ে দুই বাড়িতেই যাতায়াত করতেন তারকাদম্পতি। সন্তানের মনে এবং জীবনে মায়ের জায়গা বিশাল। সেই জায়গা কেউ নিতে পারে না। ২০১৯ সালে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন যশ। জানিয়েছিলেন তাঁর জীবনে নারীদের গুরুত্ব। 

নিজের এই পোস্টে অভিনেতা আরও জানিয়েছিলেন যে, একজন পুরুষকে শিক্ষা দিলে সে শিক্ষিত হয়। তবে, একজন নারীকে শিক্ষা দিলে গোটা পরিবার শিক্ষিত হয়। কন্যাসন্তানের জন্ম দেওয়া কখনও অপরাধ হতে পারে না বলেও মন্তব্য করেছিলেন যশ। সেই পোস্টে তিনি জানিয়েছিলেন যে, তিনি মায়ের কতোটা ঘনিষ্ঠ ছিলেন। লিখেছিলেন, ‘আমাদের পুরুষদের একজন মহিলার কাছ থেকে শেখা উচিত কীভাবে ভালবাসতে হয় এবং আমাদেরও তাদের অনুপ্রাণিত করা উচিত, যেন তাঁরা প্রতি পদে আমাদের অনুপ্রাণিত করেন। আজ আমি যা কিছু, তার জন্য মায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকব।’

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন