1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘সিধু মুসেওয়ালার মতোই পরিণতি হবে’! সলমন খান ও সেলিম খানকে হুমকি চিঠি

আত্রেয়ী সেন

জুন ৫, ২০২২, ১০:০১ পিএম

‘সিধু মুসেওয়ালার মতোই পরিণতি হবে’! সলমন খান ও সেলিম খানকে হুমকি চিঠি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রাণনাশের হুমকি চিঠি পেলেন এবার বলিউডের ‘ভাইজান’ সলমন খান। শুধু সলমন খানই নন, চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনের বাবা সেলিম খানকেও। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ, শুরু হয়েছে তদন্তও। চিঠিতে বলা হয়েছে, পাঞ্জাবের কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মতোই পরিণতি করা হবে বলে হুমকি চিঠি দেওয়া হয়েছে। 

প্রতিদিনই প্রাতঃভ্রমণে যান বলিউডের প্রযোজক, চিত্রনাট্যকার তথা সলমন খানের বাবা সেলিম খান। সেলিম খানের বাড়ির সামনেই একটি বেঞ্চে এই হুমকি চিঠি রাখা ছিল বলেই সূত্রের খবর। চিঠিতে কারও নাম নেই। ওই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে, সেলিম খান এবং সলমন খানের ‘সিধু মুসেওয়ালার মতোই পরিণতি হবে’।   

চিঠি পাওয়ার পরেই বান্দ্রা থানার দ্বারস্থ হন খান পরিবার। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর। তদন্তও শুরু করেছে পুলিশ। সলমন খানের বাড়ি এবং আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কে বা কারা এই চিঠি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকেই চিহ্নিত করা যায়নি। তবে, এই হুমকি চিঠির সঙ্গে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে এই লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। সেই সময় সলমন খান রেস ৩ সিনেমার শুটিং করছিলেন রাজস্থানের যোধপুরে। লরেন্সের হুমকির জেরে সাময়িক বন্ধ হয়ে যায় শুটিং। মূলত কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সলমনের নাম জড়ানোতেই লরেন্সের ক্ষোভ তৈরি হয়েছিল সলমন খানের উপর।

সম্প্রতি খুন হন পাঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালা। তাঁর খুনের দায় স্বীকার করে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলই। এরপরই সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়। তারপরেও সলমন খান এবং সেলিম খানকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বাড়ল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন