বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েক দিন আগের কথা। বাবাকে চিরতরে হারিয়েছে ছোট্ট ডল। মেয়ে ছিল অভিষেক চট্টোপাধ্যায়ের সবথেকে কাছের, চোখের মণি। মৃত্যুর আগেও নাকি স্ত্রীয়ের কাছে বারবার ছোট্ট মেয়ের কথাই জানতে চাইছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মেয়েকে চোখে হারাতেন ছোট্ট সাইনা। আদর করেই মেয়েকে ডল বলে ডাকতেন। সেই ডল মাত্র ১২ বছর বয়সেই পিতৃহারা হয়েছেন। স্বাভাবিকভাবেই বাবার অনুপস্থিতি ডলকে কষ্ট দিচ্ছে।
ওই ছোট্ট মেয়েটাও মনে ভাবে, বাবার শারীরিক উপস্থিতি না থাকলেও, সবসময় তার বাবা সঙ্গেই আছে। এটা ডলের বিশ্বাস। তাই বৃহস্পতিবার স্কুলের পথে রওনা দেওয়ার আগে জড়িয়ে ধরল সে বাবার ছবি। প্রতিদিন স্কুলের যাওয়ার আগে এভাবেই বাবাকে জড়িয়ে ধরে তার আদর খেত ডল। আজ অভিষেকের অনুপস্থিতিতে তাঁর ছবিকেই জড়িয়ে ধরল সে।
এদিন অভিষেকের ফেসবুক প্রোফাইলে ডল লেখে, ‘প্রিয় বাবা, আজ ক্লাস সেভেনে আমার প্রথম দিন। তোমার আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। তোমার প্রিয় ডল।’ অন্যদিকে, মেয়ের পাশাপাশি সকলের উদ্দেশ্যে অভিষেকের স্ত্রী সংযুক্তা লেখেন, ‘আপনারা আমার ডলকে শুভেচ্ছা ও আশীর্বাদ করুন। ওর ক্লাস সেভেনের নতুন টার্ম শুরু হল।’
প্রসঙ্গত, রবিবার ছিল অভিষেক চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান। প্রিন্স আনোয়ার শাহ রোডের অভিজাত অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়েছিলেন, অভিষেকের পরিবার ও ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরা। ওইদিন বাবার মৃত্যুর পর প্রথম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলল অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। বাবাকে নিয়ে এদিন কোনও প্রশ্ন করেনি তাকে কেউ, যাতে মনে কষ্ট না পায় ছোট্ট ডল ওরফে সাইনা। কিন্তু সাইনা নিজেই জানায় যে, সে অভিনয় করতে পারে, আগামিদিনে সে অভিনয় করতেও চায়। অভিষেকের স্ত্রীও জানিয়েছেন যে, অভিষেক নিজেও নাকি চাইতেন যে, ডল অভিনয় করুক। কারণ ডলের অভিনয়ের প্রতি বরাবরই ঝোঁক। তাই এখন বাবার সেই ইচ্ছেই পূরণ করতে চায় সাইনা।