বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পোস্ট অফিসে যদি আপনার কোনও অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। কারণ সেই অ্যাকাউন্ট বন্ধ করতেও ওইসব নথি লাগবে। বিশেষ করে পাসবুক কখনও হারিয়ে ফেলবেন না। পাসবুক হারিয়ে গেলে, কখনই অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব নয়।
পোস্ট অফিসের সাম্প্রতিক সার্কুলার অনুযায়ী, অ্যাকাউন্ট বন্ধ করার আগে, অবশ্যই যার অ্যাকাউন্ট তাঁকে পাসবুক জমা করতে হবে। তাছাড়া কোনও স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলেও, পাসবই ছাড়া তা বন্ধ করা সম্ভব নয়। এর পরে অ্যাকাউন্ট হোল্ডার পোস্ট অফিস থেকে অ্যাকাউন্ট ক্লোজারের একটি রিপোর্ট পাবেন। তাছাড়া, গ্রাহক যদি তাঁর অ্যাকাউন্টের বিস্তারিত জানতে চান, তাহলে পাসবুকের বদলে সেটা তাঁকে দেওয়া হবে। এর জন্য অবশ্য কোনও চার্জ লাগবে না।
সার্কুলার অনুযায়ী, এই পরিবর্তন সব ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পোস্ট অফিসের অ্যাকাউন্টটি মাসিক সেভিং স্কিম বা MIS বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম যারই হোক না কেন, পোস্ট অফিস থেকে কিষাণ বিকাশ পত্র নিয়েছেন কিংবা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কিনেছেন, সেগুলি বন্ধ করার ক্ষেত্রেও পাসবুক জমা দিতে হবে গ্রাহককে। পাশাপাশি রেকারিং ডিপোজিট এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলির জন্যও এই নিয়ম বাধ্যতামূলক৷
অন্যদিকে, কোনও গ্রাহক যদি অ্যাকাউন্টে প্যান এবং মোবাইল নম্বর আপডেট না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেরকম হলে, গ্রহক শুধুমাত্র ছোটখাটো লেনদেন করতে পারবেন। এই ধরনের সমস্যা এড়াতে, দ্রুত উক্ত গ্রাহককে পোস্ট অফিসে অ্যাকাউন্টে প্যান এবং মোবাইল নম্বর আপডেট করতে হবে।
- TAGS
- post office
- passbook
- pan
- account