1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মাত্র কয়েক মাসের অপেক্ষা! হাওড়া থেকে শিলিগুড়ি ট্রেন সফরে এবার তিন ঘণ্টা কমছে সময়

মৌসুমী মোদক

আগস্ট ১৫, ২০২২, ১১:৪০ এএম

মাত্র কয়েক মাসের অপেক্ষা! হাওড়া থেকে শিলিগুড়ি ট্রেন সফরে এবার তিন ঘণ্টা কমছে সময়

আর মাত্র মাস কয়েকের অপেক্ষা! আর তারপরই কমতে পারে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন সফরের সময়। এবার প্রায় তিন ঘণ্টা কমতে চলেছে হাওড়া থেকে শিলিগুড়ি যাতায়াতের সময়। সৌজন্যে একটি ব্রিজ। আর এই ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলেই কম সময়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পৌঁছে যাবেন যাত্রীরা।

আসলে মুর্শিদাবাদের আজিমগঞ্জের নসিপুরে গড়ে উঠছে একটি রেল ব্রিজ। আর এই রেল ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হলেই একধাক্কায় প্রায় তিন ঘণ্টা কমে যাবে উত্তরবঙ্গ যাতায়াতের সময়। কারণ, এই রেল ব্রিজ তৈরি হলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিকে আর বর্ধমান হয়ে ঘুরে যেতে হবে না। বরং হাওড়া অথবা শিয়ালদহ থেকে বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে সোজাসুজি উত্তরবঙ্গে পৌঁছানো যাবে। এক্ষেত্রে প্রায় ১১৩ কিলোমিটার দূরত্ব কমবে। আর তার ফলে সময়ও কম লাগবে।

উল্লেখ্য, এই রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে। এর জন্য  ৪৬.৭০ কোটি টাকাও ঢেলেছিল রেল। কথা ছিল ২০১০ সালের মধ্যেই এই রেল ব্রিজের উপর দিয়ে শুরু হয়ে যাবে ট্রেন চলাচল। কিন্তু কাজ শুরু হওয়ারর পরেও পরবর্তীতে মাত্র ৪৬২ মিটার জমি নিয়ে বাঁধে জট। আর এই জমি-জটের কারণেই আটকে যায় রেল ব্রিজ নির্মাণের কাজ।

তবে এই মুহূর্তে এই ব্রিজের বাকি অংশ তৈরির কাজ দ্রুত শুরু বলেই জানা গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই ব্রিজের বাকি অংশ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর তা হলেই উত্তরবঙ্গ যাত্রায় সময় একধাক্কায় কমে যাব অনেকটাই।

এই প্রসঙ্গে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ আশ্বাস দিয়েছেন, বর্তমানে জমি জট নিয়ে এই রেল ব্রিজ নির্মাণের কাজ আটলে থাকলেও সম্প্রতি কৃষকরা লিখিতভাবে জানিয়েছেন যদি  প্রকল্পের কাজ শুরু হলে তাদের তরফে বাধা থাকবে না। ফলে আগামী নভেম্বর মাস থেকেই রেল ব্রিজ তৈরির এই অসম্পূর্ণ কাজ শুরু হয়ে যাবে বলে আশা। সেক্ষেত্রে আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যেই এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

বিজেপি বিধায়ক আরও জানান, রেল ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করার প্রসঙ্গে ২০২১ সালে তিনি পূর্ব রেলের ডিআরএম এবং জিআরএম-এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় জানা যায় এই ব্রিজ নির্মাণের ফাইল বন্ধ রয়েছে। তবে গত ডিসেম্বর মাসেই রেলমন্ত্রীর সঙ্গে দেখা করলে রেলমন্ত্রী আশ্বাস দেন যে আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলবেন। সেই মতো সব বাধা পেরিয়ে এবার ফের সেই রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন