বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অবশেষে মিলল অনেকটা স্বস্তি। আরও খানিকটা স্বস্তি মিলল আম-জনতার জ্বালানির জ্বালা। একধাক্কায় প্রায় ২০০ টাকা কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দেশের তেল মার্কেটিং সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ কেজির রান্নার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। জুলাইয়ের প্রথমেই ১৯ কেজি এল পিজি সিলিন্ডারের দাম ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা অনেকটাই যে স্বস্তি পাবেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এখানেই শেষ নয়, এর পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও।
সাধারণত প্রতি মাসের প্রথম দিনেই দেশের তেল উৎপাদক এবং পরিশোধক সংস্থাগুলি জ্বালানির দাম পুনর্বিশ্লেষণ করে থাকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের উপরে নির্ভর করে দেশের পেট্রল-ডিজেল, এলপিজি সিলিন্ডার-সহ যাবতীয় জ্বালানির দামে পরিবর্তন হয়।
শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক এল পিজি সিলিন্ডারের দাম কমেছে ১৮২ টাকা। এর ফলে শহর কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ টাকা। মুম্বইতে সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৯০ টাকা ৫০ পয়সা। এর জেরে মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০০০ হাজারের নিচে নেমে গেল। আবার চেন্নাইতে কমেছে ১৮৭ টাকা।
উল্লেখ্য, ১৯ কেজির এলপিজি সিলিন্ডার মূলত ব্যবহার হয় হোটেল এবং রেস্তরাঁগুলিতেই। বাড়ির রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় ১৪ কেজির এলপিজি সিলিন্ডার। ১৯ কেজির সিলিন্ডারের দাম কমলেও, এখনও পর্যন্ত ১৪ কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। কাজেই গৃহস্থের হেঁশেলে এখনও স্বস্তি মেলেনি। এর আগে গত জুন মাসের শুরুর দিকেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ১৩৫ টাকা। সেই সময় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৩৫৪ টাকা থেকে কমে হয়েছিল ১ হাজার ২১৯ টাকা।