এই মুহূর্তে ক্রিকেট বিশ্ব তোলপাড় চ্যাম্পিয়ন্স ট্রফিকে (champions trophy) ঘিরে। কোন দেশ জিতে নিয়ে আসবে ক্রিকেটের সেরা পুরস্কার? কে হবে চ্যাম্পিয়ন? আগামীকাল অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারত (India)।
তবে অভিযান শুরুর আগেই ভারতের ৪০ বছরের বিশ্ব রেকর্ড (world record) ভেঙে গেল। সুদীর্ঘ ৪০ বছর ধরে অটুট থাকার পর ভেঙে গেল সেই রেকর্ড। ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড ছিল ভারতের। আর এবার ভাঙলো সেই রেকর্ড।
২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আর তার আগে পাকিস্তানের বিরুদ্ধে করা সেই রেকর্ড ভেঙ্গে চুরমার। তা কি রেকর্ড ছিল ভারতের? সেই রেকর্ড হল একদিনের ক্রিকেটে সব থেকে কম রান করে তারপর তার ডিফেন্ড করে ম্যাচ পকেটস্থ করার রেকর্ড। ভারতের ৪০ বছর আগে করা সেই রেকর্ড ভাঙলো এবার আমেরিকা।
আজ থেকে ৪০ বছর আগে , ১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১২৫ রান তোলে ইন্ডিয়ান ক্রিকেট টিম। এরপর শুরু হয় লড়াই। অল্প রানের পুঁজিকে সম্বল করে দুরন্ত বোলিং আর দারুণ ফিল্ডিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। আর এবার ভেঙে গেল ভারতের সেই পুরনো রেকর্ড। দীর্ঘ ৪০ বছর ধরে যা ছিল অটুট।
ওমান ও আমেরিকা ম্যাচে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ২০২৭ ওডিআই ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেখানে ওমানের বিরুদ্ধে মাত্র ১২২ রানে শেষ হয়ে গিয়েছিল আমেরিকার ইনিংস। কিন্তু তারা লড়াই করেছে দারুণ শেষে ৫৭ রান নিয়ে ম্যাচ জিতে যায় আমেরিকা। ভেঙে যায় ভারতের বিশ্ব রেকর্ড।