সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যার সৌজন্যে বিভিন্ন সময় একাধিক ভিডিও, ঘটনা ভাইরাল হয়ে যায়! আর সেই সমস্ত ঘটনা প্রায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে এমন কিছুকিছু ভিডিও আমাদের ভীষণভাবে অবাক করে, বিস্মিত করে। আসলে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পৃথিবীর সমস্ত ঘটনাই চোখের নিমেষে ভাইরাল হয়ে যায়। আর যা ইন্টারনেটের কল্যাণে আমাদের হাতের মুঠোয় চলে আসে। আর সম্প্রতি সেইরকমই একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
মাঝেমধ্যেই পশুপাখি কেন্দ্রীক বিভিন্ন ঘটনা আমাদের নিউজফিডে চলে আসে। আর এবার সেই রকমই একটি ঘটনার ভিডিও দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা কী? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি নদীর উপর সেতুতে একদল মানুষ জমায়েত হয়েছেন। উপরে রীতিমতো হুড়হড়ি পড়ে গেছে। আর সেতু সময় সেতুর নীচে জলের তলা দিয়ে বয়ে যাচ্ছে একটি বিশালাকার অজগর।
আর সেই মুহূর্তেই দেখা যায় একটি তরুণকে যে ব্রিজের উপর থেকে সেতুর রেলিংয়ে নেমে আসে। এরপর নেমে পড়ে একটি আঁকশি নিয়ে। এবার আঁকশি দিয়ে প্রথমে সাপের লেজ টেনে তোলে জল থেকে। একটু নাগাল পেলেই পা দিয়ে অজগরটির লেজ ধরে টানতে থাকে উপরের দিকে। এরপর হাত দিয়ে পুরো সাপটিকে জল থেকে তুলে ব্রিজের ওপরে নিয়ে এসে ফেলে। সাপের বিশালাকার দেখে ভোঁ ভা ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা মানুষজন।
এই ভিডিওটি দেখে অনেকে ওই তরুণের সাহসের প্রশংসা করলেও বহু মানুষ বন্যপ্রাণীকে অযথা জ্বালাতন করার জন্য তাকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বিশাল স্নেক সেভার’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ওই ভয়ঙ্কর ভিডিও।