ঘুম থেকে উঠলেই গা শিরশিরে ভাব। প্রচন্ড জোড়ে বইছে ঠান্ডা হাওয়া। পাখা চালানোর প্রয়োজনই হচ্ছে না। কিন্তু যেই বেলা বাড়ছে, গরম জাঁকিয়ে পড়ছে। রাস্তায় বেরোলেই গরমের তীব্রতা অনুভূত হচ্ছে। বর্তমান সময়ে এটাই হয়ে দাঁড়িয়েছে বাংলার আবহাওয়া।
বলাই বাহুল্য বিগত কয়েকদিন ধরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খামখেয়ালিপনা চলছে। সকালে ঠান্ডা বেলায় গরম আবার সন্ধ্যে নামতেই শীতের অনুভূতি। যার কারণে শরীরও বেশ খারাপ হচ্ছে সাধারণ মানুষের। হুট করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশিতে ভুগছেন বহু মানুষ।
গরমে তে নাজেহাল হয়ে চালাতে হচ্ছে ফ্যান। আবার ফ্যান চালালেই কিছুক্ষণ পরেই লাগতে শুরু করছে ঠান্ডা। তা কতদিন চলবে আবহাওয়ার এই খামখেয়ালিপনা? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঠাণ্ডার এই হালকা অনুভুতি অচিরেই বিদায় নেবে। পড়বে তীব্র গরম।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত আগামী দু’দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কম থাকবে। কিন্তু তারপরেই আবহাওয়া নতুন রূপ নেবে। দক্ষিণবঙ্গ বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা, বর্ধমান এবং মেদিনীপুরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই দিনের তাপমাত্রা প্রায় এক ধাক্কায় বেড়ে যাবে ৩-৪ ডিগ্রি। পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।দোলের পর থেকেই দক্ষিণবঙ্গে গ্রীষ্মের আসল দাপট শুরু হবে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টিপাত বজায় থাকবে।