ভোর-রাতে মিলছে ঠান্ডার পরশ, বেলা বাড়তেই তীব্র গরম, সপ্তাহ শেষে পুড়বে বঙ্গ

By Bongnews24x7

Published On:

Follow Us

মার্চ মাসের শুরু। কিন্তু ইতিমধ্যেই রাস্তায় বেরোলে গা জ্বালা করছে‌ সাধারণ মানুষের। কারণ সকাল ও সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকলেও বেলা বাড়তে না বাড়তেই রোদের তেজ এতটাই বেড়ে যাচ্ছে যেটা অসহ্যরকম হয়ে উঠছে। আর এরই মধ্যে জানা গেছে চলতি সপ্তাহ শেষে গরমের মাত্রা আর‌ও বাড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী গতকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। তবে আগামী দুদিনে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রী। যার ফলে অসহ্য রকমের গরম হয়তো লাগবে না। কিন্তু সপ্তাহ শেষে গরমের তীব্রতা আর‌ও বেড়ে যাবে।

একইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাওই বৃষ্টি হবে না বলে জানিয়েছেন আবহবিদরা। বৃহস্পতি এবং শুক্রবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে দুই থেকে তিন ডিগ্রী তাপমাত্রা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলি ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাতে পারে বাংলার তাপমাত্রা।

একইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে কিন্তু বজায় থাকবে বৃষ্টিপাত। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে এই আবহাওয়া চলবে রবিবার পর্যন্ত। বৃষ্টির প্রভাব সবথেকে বেশি হবে শনিবার।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now