জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চলতি মাসের শেষে অর্থাৎ ২৯ শে মার্চ শনিবার শনিদেব রাশি পরিবর্তন করবেন। আসলে বিভিন্ন সময় শাস্ত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে কপাল খুলে যায় বিভিন্ন রাশির। নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে।
এই যেমন চলতি মাসের ২৯ শে মার্চ শনিদেব পরিবর্তন করে প্রবেশ করবেন মীন রাশিতে। ওই দিন রাত ১০.৭ মিনিটে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন তিনি। শনিদেব যখন জন্মের তৃতীয় সপ্তম এবং দশম ঘরে থাকেন তখন কপাল খুলে যাবে বেশ কিছু রাশির। আছড়ে পড়বে ধন দৌলত।
চলুন তাহলে জেনে নেওয়া যাক শনিদেবের রাশি পরিবর্তন এর ফলে কপাল খুলছে কোন রাশিগুলির-
এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে কন্যা রাশির জাতক-জাতিকাদের। জীবনে আসবে ব্যাপক সাফল্য। প্রচুর অর্থ। অবিবাহিতদের বিবাহ যোগ শুরু হবে। আর বিবাহিতদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে।
সন্তান সুখ পাবেন।
শনিদেব তামার পায়ে চলতে শুরু করলে তা অনুকূল হয়ে উঠবে মিথুন রাশির জাতক জতিকাদের জন্য। চাকরিতে পদোন্নতি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আসবে প্রচুর অর্থ। জীবনের সব দিক থেকেই পাবেন শুধুই সুখবর। এছাড়াও বিশেষ সুযোগ-সুবিধা পাবেন সিংহ, কুম্ভ, মীন রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘ রোগ ভোগ থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্যে বিশেষ উন্নতি হবে জাতক জাতিকাদের। এই সময় বিনিয়োগ করলে লাভবান হতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। মীন রাশির জাতক-জাতিকাদের কাছে সাড়ে সাতি খুবই ভালো সময় হতে চলেছে সব দিক থেকে। আর্থিক ক্ষতি, আর্থিক ব্যয়, সবকিছুর ধাক্কা সামলে উঠতে পারবেন তারা এই সময়।